মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

  ১২ নভেম্বর, ২০২৪

মাধবপুরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বৈদেশিক মুদ্রাসহ যুবক আটক 

ছবি : প্রতিদিনের সংবাদ

হবিগঞ্জের মাধবপুরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এক ব্যাক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ১ টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের সস্তামোড়া সীমান্তে অভিযান চালিয়ে শ্রী পলাশ চন্দ্র দাস (৩০) নামে এক ব্যাক্তিকে আটক করেন। সে কুমিল্লা জেলার হোমনা উপজেলার চন্ডিপুর গ্রামের অনিল চন্দ্র দাস এর পুত্র।

বিজিবি সরাইল (২৫) ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ সত্যতা নিশ্চিত করে জানান,ধৃত আসামির নিকট বাংলাদেশী নগদ ৪,৪৩০/- টাকা, মালদ্বীপের ১,০৩৫ রুপী,৫০ ইউরো এবং ২৪২ আমেরিকান ডলার পাওয়া গেছে। এ ব্যাপারে মাধবপুর থানায় মামলা রুজু করা হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হবিগঞ্জ,অবৈধ অনুপ্রবেশ,আটক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close