মাগুরা প্রতিনিধি
মাগুরায় ৩ ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ
মাগুরা শহরের নতুন বাজার ছানার বটতলা কাত্যায়নী পূজা মণ্ডপে মেলায় ছাত্রলীগ কর্মীদের হামলায় ৩ ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। সোমবার রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন পৌরসভার স্টেডিয়াম পাড়ার ২নং ওয়ার্ডের ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইয়াছির আরাফাত হোসেন (২১), ছাত্রদল কর্মী মো. অন্তর শেখ (১৮) ও মো. সোহান (১৪)। আহতরা মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা হতে পারে। রাত পৌনে ১১টায় ছাত্রলীগের কিছু কর্মী মাগুরা নতুন বাজার ছানার বটতলা এলাকার পূজা মণ্ডপে গেলে ছাত্রদলের নেতা ইয়াছির আরাফাতের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছাত্রলীগের কর্মীরা আরাফাতের ওপর দেশীয় চাপাতি ও দা দিয়ে হামলা করলে ছাত্রদলকর্মী অন্তর ও সোহান ছুটে আসেন। এ সময় পূজার মেলায় উপস্থিত থাকা দর্শনার্থী ও পূজার মেলার কমিটির লোকজন ছুটে এলে ছাত্রলীগের কর্মীরা পালিয়ে যায়।
আহত ইয়াছির আরাফাত বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ কর্মী জুবায়ের ভূইয়াসহ তার সহযোগীরা আমাদেরকে কুপিয়ে দোয়ারপাড় এলাকায় পালিয়ে যায়।
আহত ছাত্রদল নেতাকর্মীদের দেখতে মাগুরা সদর হাসপাতালে আসেন ছাত্রদলের সাবেক জেলা সভাপতি আব্দুর রহিম। তিনি বলেন, সন্ত্রাসী সংগঠন ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা গোপনে হামলা শুরু করেছে। অবিলম্বে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, নতুন বাজার কাত্যয়ানী পূজার মেলায় ছাত্রলীগ কর্মীদের হামলায় তিন ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহতদের চিকিৎসা চলছে। তারা সুস্থ হলে তদন্ত করে জানানো যাবে আসলে কী ঘটেছে। এ বিষয়ে তদন্ত করে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পিডিএস/এমএইউ