সিলেট প্রতিনিধি

  ১২ নভেম্বর, ২০২৪

সিলেটে ট্রেনে কাটা পড়ে রেলকর্মী নিহত

প্রতীকী ছবি

সিলেটে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন মিজানুর রহমান নামের রেলকর্মী। তিনি রেলের হেমারম্যান হিসাবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে সিলেটের শিববাড়ি আতিয়া পয়েন্টে এই ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, রেলের লোহা সম্পর্কিত সকল কাজ করতেন মিজানুর। মঙ্গলবার সকালে আতিয়া পয়েন্টে রেলে লাইনে কাজ করতে যান। ওইসময় অপরপ্রান্ত থেকে ট্রেন আসছিল। তবে তিনি টের না পাওয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।

সিলেট রেলওয়ে স্টেশনের সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী সৈয়দ মো: আজমাইন মাহতাব বিষয়টি নিশ্চিত করেছেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিলেট,রেলকর্মী,ট্রেনে কাটা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close