সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১২ নভেম্বর, ২০২৪

সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ দুই নারী মাদকব্যবসায়ী গ্রেপ্তার

ছবি : প্রতিদিনের সংবাদ

সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ ২ নারী মাদক কারবারি গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কালুপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সায়মা খাতুন (২৩) ও একই এলাকার লাহুরপুর গ্রামের সাদেকুল ইসলামের মেয়ে শারমীন খাতুন (৩৩)। র‌্যাব -১২’র কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার বিএন এম আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২’র অধিনায়ক মোঃ কামরুজ্জামান পিপিএম’র দিক নির্দেশনায় সোমবার উল্লেখিত স্থানে অভিযান চালান। এসময়ে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ ওই ২ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত বলে র‌্যাব সূত্রে প্রকাশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরাজগঞ্জ,যমুনা সেতু,রেলওয়ে স্টেশন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close