ফেনী প্রতিনিধি
দাগনভূঞায় সাধারণ ছাত্রদের বিনা লাভের বাজার
ফেনীর দাগনভূঞায় সাধারণ ছাত্রদের উদ্যোগে ‘বিনা লাভের বাজার’ কার্যক্রম পরিচালিত হয়।
গতকাল সোমবার দিনব্যাপী দাগনভূঞার জিরো পয়েন্টে সাধারণ শিক্ষার্থীরা ‘প্রাপ্তি ব্লাড ডোনেশন’ এর সহযোগিতায় এ কার্যক্রম সম্পন্ন করেন।
ছাত্রদের পক্ষ থেকে জানানো হয় পণ্যের যোগান পর্যাপ্ত হলে সপ্তাহে অন্তত দু’দিন তারা সাধারণ ক্রেতাদের বিনা লাভে পণ্র সরবরাহ করবেন। মুনাফা ছাড়া বিক্রিত পণ্যের মধ্যে ছিল চাল ৩০ টাকা, আটা কেজি ৩০ টাকা।
সবজির মধ্যে ছিল লাউ ৪০ টাকা, সিম ৫০, বেগুন ৪০ টাকা, মুলা ৩৫ টাকা, শসা ৩৫ টাকা, পেঁপে ৩০ টাকা, কাঁচামরিচ ১৩০ টাকা, পটল ৪০ টাকা, ফুলকপি ৬০ টাকা, বাঁধাকপি ৬০ টাকা, বরবটি ৫০ টাকা এবং ধনিয়াপাতা ১০ টাকা ও লাল শাক ১০ টাকা আঁটি। ক্রেতার ভিড় করে সেখান থেকে এসব পণ্য কিনেছেন।
বাজার করতে আসা কয়েকজন ক্রেতা বলেন, বাজারে সিন্ডিকেটের কারণে পণ্যের দামের উর্ধ্বগতি থাকে। শিক্ষার্থীদের এসব উদ্যোগের ফলে তারা অন্তত কিছু পণ্য সাশ্রয়ী দামে পেতে পারে।
শিক্ষার্থী ও প্রাপ্তি ব্লাড ডোনেশন এর সভাপতি ফাহিম মুনতাশির রাফি বলেন, দ্রব্যমূল্য সমন্বয় রাখতে তাদের এই কার্মাযক্রম।মানুষের হাতের নাগালে যেন নিত্যপণ্য পাওয়া যায় তার জন্য কাজ করে যাচ্ছে তারা।
এছাড়া সাধারণ ছাত্রদের মধ্যে এ কার্যক্রমের মধ্যে সম্পৃক্ত ছিলেন প্রাপ্তি ব্লাড ডোনেশন এর সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হোসাইন রাহিদ, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম, সংগঠনের সদস্য মুজাহিদ সিয়াম, আশ্রাফুল মারুফ, সাইফুর রহমান, ওমর খলিফা, নাজিম শাওন, আব্দুল আহাদ ইমন ও দাগনভূঞা উপজেলার ছাত্র সমাজের প্রতিনিধিবৃন্দ।
পিডিএস/এমএইউ