বাকৃবি প্রতিনিধি
বিএএস স্বর্ণপদক পেলেন বাকৃবির ৫ শিক্ষক
বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস (বিএএস) স্বর্ণপদক পেলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৫ জন শিক্ষক।
আজ সোমবার (১১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম।
জানা যায়, বায়োলজিক্যাল সায়েন্স ক্যাটাগরিতে গবেষণায় অবদানের জন্য বাকৃবির ৪ জন শিক্ষক ‘বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস (বিএএস) স্বর্ণপদক’ এবং ১জন শিক্ষক ‘বিএএস- ড. এম ইন্নাস আলী মেমোরিয়াল গোল্ড মেডেল পুরস্কারে ভূষিত হয়েছেন।
গত শনিবার (৯ নভেম্বর) ঢাকায় এক অনুষ্ঠানে তাঁদের হাতে এ পুরষ্কার তুলে দেয়া হয়। জীব বিজ্ঞানের বিভিন্ন শাখায় গবেষণায় অসামান্য কৃতিত্ব ও অবদানের জন্য তাঁদের এ পুরস্কার প্রদান করা হয়েছে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পুরষ্কারপ্রাপ্তগণ হলেন, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম. রফিকুল ইসলাম, উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এম. এ. রহিম, এনিম্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ এহসানুর রহমান এবং সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারী।
এছাড়াও ২০১৫ সালের ‘বিএএস-ড. এম ইন্নাস আলী মেমোরিয়াল' গোল্ড মেডেল পুরস্কার অর্জন করেছেন ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. এম. শাহজাহান।
আগারগাঁওস্থ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে আয়োজিত স্বর্ণপদক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ইউজিন হিগিন্স অধ্যাপক ড. এম জাহিদ হাসান। সভাপতিত্ব করেন বিএএস এর প্রেসিডেন্ট ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী। এ সময় বিএএস সচিব অধ্যাপক ড. হাসিনা খানসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।