বেড়া-সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

  ১১ নভেম্বর, ২০২৪

কাজীরহাট-আরিচা নৌরুট

৮৫ ঘন্টা পর ফেরি চলাচল শুরু 

আজ সোমবার কাজীরহাট-আরিচা নৌরুটে ৮৫ ঘন্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে।  ছবি : প্রতিদিনের সংবাদ

কাজীরহাট-আরিচা নৌরুটে ৮৫ ঘন্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে।

আজ সোমবার (১১ নভেম্বর) দুপুর ১২ টার দিকে বিআইডব্লিউটিসির কর্তৃপক্ষের অনুমতিক্রমে আরিচা ঘাট থেকে প্রথম ছেড়ে আসে ধাঁনসিড়ি নামের একটি ফেরি।

নাব্য সংকটের কারণে এই রুটে গত শুক্রবার (৮ নভেম্বর) রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ফলে উভয় প্রান্তে পারাপারের অপেক্ষায় আটকা ছিল প্রায় পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক। এরও আগেও গত ২ নভেম্বর রাত ৯টার দিকে নাব্য সংকটের কারণেই নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকে। পরে সাড়ে ৩৮ ঘণ্টা পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি কাজীরহাট অঞ্চলের ম্যানেজার ফয়সাল আহমেদ জানান, শুক্রবার রাত ১১টার দিকে আরিচা চ্যানেলে নাব্য সংকটের কারণে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ করা হয়। তারপর থেকে সেখানে ড্রেজিং কার্যক্রম চালায় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। তারা সোমবার কাজ শেষে ফেরি চলাচলের অনুমতি দেওয়ার পর কাজীরহাটের উদ্দেশ্যে রওনা হয় ফেরি ধানসিঁড়ি। ধানসিঁড়ি কাজীরহাট ঘাটে পৌছালে এপাড় থেকে সিরিয়াল অনুযায়ী ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে কাজিরহাট-আরিচা নৌপথে ছোট বড় মোট চারটি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার চলছে।

এছাড়াও তিনি জানান, সোমবার বিকাল ৫টা পর্যন্ত মোট চারটি ফেরি পার হয়েছে। নদীতে নাব্য সংকটের কারণে ফেরিগুলো ফুল লোডের থেকে কিছুটা কম লোড দিয়ে পারাপার চলছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কাজীরহাট-আরিচা নৌরুট,ফেরি চলাচল শুরু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close