হিলি প্রতিনিধি

  ১১ নভেম্বর, ২০২৪

হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু

ছবি : প্রতিদিনের সংবাদ

দীর্ঘ ১ বছর ১০ মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। শুল্ক প্রত্যাহারের পর আজ সোমবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় দুইটি ট্রাকে ৯০ মেট্রিকটন ৮৫০ কেজি চাল বোঝাই ট্রাক হিলি স্থালবন্দরে প্রবেশ করে।

মেসার্স শাইরাম এন্টার প্রাইজ নামে একটি প্রতিষ্ঠান এই সব চাল আমদানি করছে। চাল আমদানি অব্যাহত থাকলে খুচরা বাজারে চালের দাম কমে আসবে বলে জানান আমদানিকারকরা।

তবে এখন পর্যন্ত খুচরা বাজারে আটাশ জাতের চাল ৫৮ টাকায়, সম্পাকাটারী জাতের চাল ৬৮ টাকায়, স্বর্না জাতের চাল ৪৮ এবং জিরাশাইল জাতের জাল ৬৬ টাকা দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের চাল আমদানিকারক সিরাজুল ইসলাম বলেন, সরকারের দেওয়া শুল্ক প্রত্যাহারের ঘোষণা পর সোমবার দুপুরে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। এই সব চাল বাজারে সরবারাহ করা হলে দাম অনেকটাই কমে আসবে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, শুল্ক মুক্ত ভাবে চাল আমদানির জন্য এখন পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ১৩ জন আমদানিকারক ৯১ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি পেয়েছে। প্রচুর পরিমান এলসি করা হয়েছে। চালের বাজার দ্রুত নিয়ন্ত্রনে আসবে বলেও জানান তিনি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হিলি স্থলবন্দর,চাল আমদানি শুরু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close