অনলাইন ডেস্ক
১০ নভেম্বর, ২০২৪
গাজীপুরে বাসচাপায় প্রাইভেটকারের তিন যাত্রী নিহত
গাজীপুরের কালিয়াকৈরে বাসচাপায় প্রাইভেটকারের তিন যাত্রী নিহত হয়েছেন। শনিবার রাত পৌনে ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন টাঙ্গাইল সখিপুরের নাছির উদ্দিন (২৩), মধুপুর উপজেলার মুসলিম উদ্দিন (৩০) ও সখিপুর উপজেলার জুয়েল (৩২)। এছাড়া আজিজুল নামে একজন আহত হয়েছেন।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে প্রাইভেটকারটি টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছলে একটি বাস পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
নাওজোর হাইওয়ে থানার উপপরিদর্শক শহিদুল বলেন, তিনজনের মরদেহ থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন