টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

  ০৯ নভেম্বর, ২০২৪

টুঙ্গিপাড়ায় মূল্য তালিকা না থাকায় ৯ ব্যবসায়ীকে জরিমানা

ছবি : প্রতিদিনের সংবাদ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিংয়ে মূল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় ৯ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ শনিবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার পাটগাতী বাজারে ভোক্তা অধিদপ্তর, সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন গোপালগঞ্জ জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার।

গোপালগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামিম হাসান জানান, বিভিন্ন দোকানে মূল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পন্য পাওয়ায় ৯ জন ব্যবসায়ীকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্য সরকার নির্ধারিত মূল্যে বিক্রয়, পাকা রশিদ সংরক্ষণ সহ দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানিয়ে রাখার নির্দেশনা দেয়া হয়।

তিনি আরও জানান, জনগণ যাতে সরকার নির্ধারিত মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারে সেই কারনে নিয়মিত বাজার মনিটরিংয়ের কাজ অব্যাহত থাকবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গোপালগঞ্জ,মূল্য তালিকা,জরিমানা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close