বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
বিএনপির বাহিরে কোন প্রভু নেই- ডা. এ জেড এম জাহিদ হোসেন
আমরা যারা এখানে সমবেত হয়েছি, আমরা মনে প্রাণে ধারণ করি, আপনারাই হচ্ছেন দেশের মালিক। আপনাদের কাছেই আমাদের শেষ ঠিকানা, বিএনপির বাহিরে কোনো প্রভু নেই। নির্বচনের পূর্বে স্বৈরাচারের মন্ত্রীরা গিয়েছে আমাদেরকে একটু থাকতে দিন, প্রধানমন্ত্রী রাখেন, ভিক্ষা করেছে, জনগনের কাছে যায় নাই। তাদের প্রভু আছে প্রমাণ হয়েছে ৫ আগস্ট ২০২৪ এ।
আজ শনিবার (০৯ নভেম্বর) বিকেলে দিনাজপুরের বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মী সম্মেলনে এসব কথা বলেন অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন।
তিনি আরও বলেন, ২০০৮ এর নির্বাচন ছিল ষড়াযন্ত্রের নির্বাচন, ২০১৪ সালের নির্বাচনে ভোট লাগেনি ১৫৪ জন এমপির, বাকীদের নামকেঅস্তে ভোট হয়েছে। ভোট পড়েছে ৫% থেকে ৭%। ২০১৮ তে দিনের ভোট রাতে করে ফেলেছে ভয়ে যদি জনগন ভোট কেন্দ্রে যায় সেইজন্য। ২০২৪ সালের নির্বাচনে তারা কাউকে প্রার্থী না করতে পেরে আমি আর ড্যামির নির্বাচন করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জাল হোসেন দুলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি,বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর,পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুসহ অনেকে।