মো.রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ)
সিংগাইরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
মানিকগঞ্জের সিংগাইরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক বাঁধন (১৮) ও আরোহী রাতুল (২৫) নামের ২ যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অপর আরোহী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের তালেবপুর উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাঁধন উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামের মো.নুর হোসেনের ছেলে, রাতুল (২৫) মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া গ্রামের মৃত.বীরমুক্তিযোদ্ধা পাংকু মিয়ার ছেলে। আহত লাদেন হোসেন (১৭) উপজেলা তালেবপুর ইউনিয়নের রকেট দেওয়ানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিংগাইর এলাকা হতে ঢাকা মেট্রো-ড-১১-৭৯১৩ নাম্বার ট্রাকটি উপজেলার তালেবপুর উচ্চ বিদ্যালয়ের সামনে ইরতা রোডে পৌঁছালে বিপরীত দিক থেকে মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল চালক বাঁধনের ঘটনাস্থলে মৃত্যু হয়। অপর ২ মোটরসাইকেল আরোহীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রাতুলকে মৃত ঘোষণা করেন।
লাদেন হোসেনের অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার্ড করেন। এ ঘটনায় স্থানীয় জনতা ট্রাকসহ ড্রাইভারকে আটক করে পুলিশে সোর্পদ করেন। ট্রাক ড্রাইভারের বাড়ি একই এলাকার রসূলপুর গ্রামের হাসেমের ছেলে সোহেল (২৫)।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ট্রাকসহ ড্রাইভার আটক করা হয়েছে। পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন।