সিরাজগঞ্জ প্রতিনিধি

  ০৮ নভেম্বর, ২০২৪

গোসলের ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা দাবি, আটক ২

ছবি : প্রতিদিনের সংবাদ

গোসলখানায় গোসল করছিলেন নারী। দৃশ্যটি গোপন ক্যামেরায় ভিডিও ধারণ করেন দুই যুবক। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ওই নারীর কাছে ৫০ হাজার টাকা দাবি করেন তারা। ঘটনাটি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ি গ্রামের। এ ঘটনায় যৌথবাহিনীর অভিযানে দুই বখাটে যুবককে আটক করা হয়েছে।

বুধবার দিবাগত রাতে উপজেলার মাইজবাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, মাইজবাড়ি গ্রামের বেলাল হোসেনের পুত্র রাকিবুল হাসান মিস্টার (২৮) ও খোকন মণ্ডলের পুত্র শামিম রেজা বাবু (২৬)।

এর আগে ভুক্তভোগী নারীর স্বামী আবুল হাসান বাদী হয়ে কাজিপুর সেনা ক্যাম্পে একটি লিখিত অভিযোগ করেন। পরবর্তীতে থানায় অভিযোগপত্র জমা দিলে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, 'ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করছিলেন তারা। কাজিপুর সেনা ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর পরিবার। পরে যৌথ অভিযানে তাদেরকে আটক করে বৃস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গোসলখানা,গোসল,গোপন ক্যামেরা,কাজিপুর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close