মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

  ০৭ নভেম্বর, ২০২৪

জাতীয় বিপ্লব ও সংহতী দিবস

৭ নভেম্বরের বিপ্লব না হলে প্রতিবেশি রাষ্ট্রের অঙ্গরাজ্য হতো বাংলাদেশ-নুরুল আমিন

ছবি : প্রতিদিনের সংবাদ

৭ নভেম্বর ১৯৭৫ সাল সেদিন বাংলাদেশের স্বাধীনতাকে প্রতিবেশি রাষ্ট্রের হাতে তুলে দিয়ে বাংলাদেশকে একটি অঙ্গরাজ্যে হিসেবে প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র ছিলো। সে ষড়যন্ত্র বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ, বিডিআর ও বাংলাদেশের জনগণ বুঝতে পেরে সিপাহী-জনতার ঐক্যবদ্ধ রাজপথের মিছিল, সেনাবাহিনীর বিপ্লবের মধ্য দিয়ে শহীদ জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টের কারাগার থেকে মুক্ত করা হয়।

আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতী দিবস উপলক্ষে মিরসরাই উপজেলা বিএনপির আয়োজনে আয়োজিত আলোচনা সভায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. নুরুল আমিন।

তিনি আরও বলেন, ৫ আগস্ট বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। আওয়ামী লীগের দুঃশাসন, নির্যাতন, গুম, খুন, নিপিড়ন, রাহজানী ও ছিন্তাইয়ের বিরুদ্ধে ছাত্র-সমাজের গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। এই ৫ আগস্টের যে চিন্তা চেতনা একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা। এখনো ষড়যন্ত্র চলছে, সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে।

চাঁদাবাজির বিরুদ্ধে হুশিয়ারি দিয়ে নুরুল আমিন বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ যদি কোন চাঁদাবাজি করে থাকে তার দায় দল নিবেনা এবং ঐ সকল চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। তাদের ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, গত ৫ আগস্ট এবং ১৯৭৫ সালের ৭ নভেম্বর একই সূত্রে গাঁথা। ৭ নভেম্বর শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশকে রক্ষা করা হয়েছে। পরবর্তীতে ৫ আগস্ট বিএনপির নেতৃত্বে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে ভারতের ট্র্যাক থেকে বাংলাদেশকে ফেরানো হয়েছে।

ওইদিন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আবছার চেয়ারম্যানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আবদুল আউয়াল চৌধুরী, সালা উদ্দিন সেলিম চেয়ারম্যান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুর রহমান চৌধুরী, মিরসরাই পৌরসভা বিএনপির আহবায়ক মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন উদ্দিন মাহমুদ, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক সভাপতি মাঈন উদ্দিন লিটন, বারইয়ারহাট পৌর বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিন কমিশনার, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মোহাম্মদ জসিম উদ্দিন, মিরসরাই পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জামশেদ আলম কমিশনার।

এসময় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শওকত আকবর সোহাগ, উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোয়ার হোসেন রুবেল, উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবুসহ জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিপ্লব ও সংহতী দিবস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close