গাজীপুর প্রতিনিধি

  ০৭ নভেম্বর, ২০২৪

জাপানের এনইএফ বৃত্তি পেল বশেমুরকৃবি’র ২০ শিক্ষার্থী

ছবি : প্রতিদিনের সংবাদ

জাপানের নাগাও ন্যাচারাল ইনভায়রনমেন্ট ফাউন্ডেশনের (এনইএফ) পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ২০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে শিক্ষার্থীদের বৃত্তির চেক প্রদান করা হয়।

এনইএফ বাংলাদেশ কমিটির কো-অর্ডিনেটর ও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ আমজাদ হোসেনের সভাপেিত্ব বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জি.কে.এম মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ।

বশেমুরকৃবি জনসংযোগ বিভাগের সেকশন অফিসার মো. রনি ইসলাম জানান, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বার্ষিক ৩৫হাজার টাকা হারে বৃত্তি পান। স্মাতক পর্যায়ের বিভিন্ন লেভেলের মোট ২০ জন শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়া হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বশেমুরকৃবি,২০ জন মেধাবী শিক্ষার্থী,বৃত্তি প্রদান
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close