কালকিনি (মাদারীপুুর) প্রতিনিধি

  ০৭ নভেম্বর, ২০২৪

কালকিনিতে নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

ছবি : প্রতিদিনের সংবাদ

মাদারীপুরের কালকিনিতে পালরদী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আয়নাল আকন (৭২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

নিহত আয়নাল আকন কালকিনি পৌরসভার ৩ নং ওয়ার্ডের পশ্চিম শিকারমঙ্গল এলাকার মৃত গনি আকনের ছেলে।

বৃহস্পতিবার(৭ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃদ্ধ আয়নাল আকন শারিরিক ভাবে দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। তিনি একা কখনো নদীতে গোসল করতে যেতেন না। তবে আজ সকালে তিনি একাই বাড়ির পাশে পালরদী নদীতে গোসল করতে যান। এসময় পা পিছলে নদীর গভীর পানিতে ডুবে যান তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধারে ব্যর্থ হয়ে কালকিনি ফায়ার সার্ভিসে খবর দেয় দেওয়া হয়। পরবর্তীতে মাদারীপুর হতে ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আয়নাল আকনের মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে নিহতের ছেলে জয়নাল আকন জানান,"পালরদী নদীতে গোসল করতে গিয়ে আমার বাবা নিহত হয়েছে। তবে আমার বাবা নদীতে কখনো একা গোসল করতে যেতেন না। আমার বাবা অনেকদিন যাবৎ অসুস্থ ছিলেন।"

কালকিনি ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার খোকন জমাদার বলেন,পানিতে ডুবে একজন বৃদ্ধ নিখোঁজের খবর পেয়ে মাদারীপুর হতে ডুবুরী দল নিয়ে আসি। পরে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে নিখোঁজ হওয়া ব্যক্তির মরদেহ উদ্ধার করতে সক্ষম হই। পরে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বৃদ্ধের মৃত্যু
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close