ফেনী প্রতিনিধি
ছাগলনাইয়ায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রি করায় জরিমানা
ফেনীর ছাগলনাইয়া বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে সরকার ঘোষিত নিষিদ্ধ পলিথিন বিক্রি করায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৭, নভেম্বর) সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম কমল মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের উদ্যোগে ছাগলনাইয়া বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম কমলের নেতৃত্বে তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
এ সময় আব্দুল কাইয়ুম স্টোর থেকে ২.৮ কেজি পলিথিন জব্দ ও ৩০০০ টাকা জরিমানা, কবির হোসেনে হাজী বিরিয়ানি থেকে ১.৫ কেজি পলিথিন জব্দ ও ২০০০ টাকা জরিমানা এবং ঢাকা বেকারিকে ৩০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো: তানবীর হোসেন, পরিদর্শক শাওন শওকত অনিকসহ আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সহযোগিতা করেন। এ সময় পলিথিন ব্যবহার না করার জন্য দোকানদার, ক্রেতা সবাইকে সচেতন করা হয়। পরিবেশ সুরক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে জানানো হয়।