শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
সাফারি পার্কে নীলগাই পরিবারে নতুন অতিথি
গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আফ্রিকার প্রাণী নীলগাই শাবকের জন্ম দিয়েছে। শাবকটি মাদি নাকি পুরুষ সেটি নিশ্চিত করতে পারেনি পার্ক কর্তৃপক্ষ। জন্ম নেয়া শাবক পার্কের নিজস্ব বেষ্টনীতে মায়ের সঙ্গে ছুটাছুটি করে সময় পার করছে বলে নিশ্চিত করেছেন পার্ক কর্তৃপক্ষ। পার্ক কর্তৃপক্ষ বিশেষ নজরদারি করছে জন্ম নেয়া শাবক ও মায়ের।
আজ বুধবার (৬ নভেম্বর) নীলগাই শাবক জন্ম দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বনসংরক্ষক এসিএফ মো. রফিকুল ইসলাম।
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, গত ১০ অক্টোবর দুপুরের দিকে বিলুপ্তপ্রায় আফ্রিকান প্রাণী নীলগাইয়ের জন্ম নেয়া শাবককে দেখতে পায় পার্ক কর্তৃপক্ষ। নীলগাই শাবকসহ পার্কের নিদিষ্ট বেষ্টনীতে খাবার খেতে আসে।
জন্ম নেয়া শাবকটি পুরোপুরি সুস্থ রয়েছে। জন্ম নেয়া শাবকের নিরাপত্তার কথা ভেবে এতদিন বিষয়টি গণমাধ্যমে জানানো হয়নি। বিলুপ্তপ্রায় নীলগাইয়ের নতুন শাবক নিয়ে পার্কে নীলগাইয়ের সংখ্যা দাঁড়ালো ১০টিতে।