মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
০৬ নভেম্বর, ২০২৪
দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত
মাধবপুরে জননী কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যানের হেলপার নিহত হয়েছেন।
নিহত হেলপারের নাম সুর্য মোদক (৩৫)। সূর্য মোদক কিশোরগঞ্জ জেলা সদরের সাঁচাইল গ্রামের মন্টুলাল মোদকের ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৈমুর ইসলাম জানান, আজ বুধবার (৬ নভেম্বর) ভোর সাড়ে চারটার সময় ঢাকা সিলেট মহাসড়কের শাহজীবাজার ফতেহগাজী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক খুলনা সদরের আব্দুল মালেকের ছেলে মো. হোসাইন (৪০) গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশংকাজনক।
দূর্ঘটনার পর স্থাণীয় লোকজন আহত হেলপার ও চালককে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সূর্য দেব মারা যান। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ওসি জানিয়েছেন।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন