অনলাইন ডেস্ক
০৬ নভেম্বর, ২০২৪
বান্দরবানে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার
দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে বান্দরবানে পর্যটকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। বুধবার সকালে জেলাপ্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দীন সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
এতে বৃহস্পতিবার থেকে পর্যটকরা বান্দরবানের মেঘলা নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি ও প্রান্তিক লেকসহ লামার আলিকদম ও নাইক্ষ্যংছড়ির দর্শনীয় স্থানগুলো ভ্রমণে যেতে পারবেন।
তবে এখনো নিষেধাজ্ঞার আওতায় রয়েছে রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলা। পর্যায়ক্রমে সেগুলোও পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানান জেলা প্রশাসক।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন