নিজস্ব প্রতিবেদক

  ০৫ নভেম্বর, ২০২৪

দুর্নীতির প্রতিবাদ করায় দুই শিক্ষককে চাকুরিচ্যুতির হুমকি  

ছবি : প্রতিদিনের সংবাদ

গাজীপুরের বোর্ড বাজারে অবস্থিত খাইলকুর বাদশাহ মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর আওয়ামী পন্থী প্রধান শিক্ষক প্রদীপ দেবনাথ নিজের দুর্নীতির তথ্য আড়াল করার অংশ হিসেবে এমপিও দুই শিক্ষক বিপ্লব মিয়া ও মাকসুদা খন্দকার এর বিরুদ্ধে 'অশিক্ষক সুলভ' আচরণের অভিযোগে শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে নিজের দুর্নীতির তথ্য আড়াল করতে প্রপাগাণ্ডা ছড়িয়ে গত ২৮ অক্টোবর থেকে টানা দুই দিন আন্দোলন করান।

দুর্নীতির খোঁজ নিলে ৪ জন কর্মচারী ও শিক্ষকের টাকা লেনদেনের তথ্য উঠে আসে। বিপ্লব মিয়ার নিয়োগের সময় ও টাকা লেনদেনের অফার করা হয়। লেনদেনে অস্বীকৃতি জানালে চাকরি বেশি দিন করতে পারবেন না বলে হুমকি দেন। এছাড়া প্রত্যেক বছর এসএসসি পরীক্ষার ফরম ফিলাপে অতিরিক্ত অর্থ আদায় ও নির্বাচনি পরীক্ষার পর কোচিং বানিজ্যের ৮-১০ লক্ষ টাকার সিংহভাগ নিজেই আত্মসাৎ করেন বলে প্রমাণ আছে। তার এই বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বাহিরে নিজস্ব একটি কিন্ডারগার্টেন 'শতাব্দী বিদ্যাপীঠ' এর সকল শিক্ষার্থী কে রেজিষ্ট্রেশন ও পরীক্ষা দেওয়ানো সব কাজ এই প্রতিষ্ঠানের ফান্ডে কোনো অর্থ জমা দেন না বলে অভিযোগ আছে।

এই আন্দোলনের মুল উসকানি দাতা হিসেবে প্রধান শিক্ষক নিজেই নির্বাচনী পরীক্ষা বন্ধ রেখে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

ভুক্তভোগী শিক্ষকদের সাথে কথা বলে জানা যায় তারা এই সন্ত্রাসী প্রকৃতির ও দুর্নীতিগ্রস্থ শিক্ষকের বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদ করলে প্রধান শিক্ষক 'চাকরি কিভাবে করেন দেখে নিবো বলে কিছুদিন আগে হুমকি দেন'।

এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক প্রদীপ দেবনাথের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close