বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
সাবেক স্ত্রীর মান ভাঙাতে যাওয়া যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
দিনাজপুরের বীরগঞ্জে প্রাক্তন শ্বশুর বাড়ি থেকে আলম (৩৮) নাম একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের ডাবরা জিনেশ্বরী গ্রাম ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
আলম উপজেলার মরিচা ইউনিয়নের মরিচাখামার খড়িকাদম গ্রামের আব্দুর রউফের ছেলে। উপজেলার ডাবরা জিনেশ্বরী এলাকার আব্দুল গফুরের মেয়ের সঙ্গে তার বিয়ে হয়। মাসখানিক আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।
এদিকে স্ত্রীকে ভুলতে না পারে রবিবার সন্ধ্যায় রাতে শ্বশুর বাড়িতে আসেন আলম। স্ত্রীর অভিমান ভাঙাতে ব্যর্থ হন। সকালে শ্বশুর বাড়ির পার্শ্ববর্তী একটি গাছে গামছা বেঁধে ফাঁসে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। স্থানীয় ইউপি সদস্য আবু তাহের এ তথ্য নিশ্চিত করনে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, লাশটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় তবে বীরগঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়েছে।