শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
শ্রীপুরে পরকীয়া প্রেমিককে কুপিয়ে হত্যা
র্যাবের হাতে আসামি গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন ও ৮ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার করেছে র্যাব-১। স্ত্রীর সাথে পরকীয়া প্রেমিক আশরাফুল বিশ্বাসকে আপত্তিকর অবস্থায় দেখে দাঁড়ালো দা দিয়ে গলা কেটে প্রেমিককে হত্যা ও স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহতের কথা স্বীকার করেছেন ঘাতক স্বামী আজিজুল।
আজ মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান, গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জুন্নুরাইন বিন আলম। তিনি আরো জানান, ঘটনার পর থেকে আজিজুল পলাতক ছিলেন। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে র্যাব ১ ও র্যাব ১৪ এর যৌথ অভিযানে সন্ধ্যা পৌনে ৭ টার দিকে তাকে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়ন থেকে গ্রেপ্তার করা হয়।মঙ্গলবার দুপুরের তাকে শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ সময় রোমহর্ষক হত্যার বর্ণনা ও হত্যাকান্ডের দায় স্বীকার করেছে আজিজ। র্যাবের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘাতক স্বামী আজিজ মিয়া জানায়, পেশায় নির্মাণ শ্রমিক (রাজমিস্ত্রী) আজিজ মিয়া ৮ বছর আগে তাসলিমাকে বিয়ে করে শ্রীপুরের চন্নাপাড়া গ্রামে বসবাস করে আসছেন। তার স্ত্রী তাসলিমা নিহত আশরাফুলের মালিকানাধীন এস.এস ফ্যাশন নামে স্থানীয় একটি গার্মেন্টসের শ্রমিক ছিল। এই সুবাদে তাদের মধ্যে পরিচয় ও পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে।
গত ৪ নভেম্বর ঘাতক আজিজ মিয়া বাড়ির পাশে জনৈক মামুনের বাড়িতে যায়। সেখান থেকে এসে পার্শ্ববর্ত ী কড়ইতলা গ্রামে কাজের যাওয়ার জন্য নির্মাণ কাজের সরঞ্জামাদি (মেজারমেন্ট টেপ, করাত, হাতুড়ি) বাড়িতে ভুলে ফেলে যান। সেগুলো নিতে ফের বাড়িতে আসলে। ঘরে প্রবেশের মোবাইল ফোনে স্ত্রীর পরকীয়া প্রেমিক আশরাফুলের সাথে মুঠোফোনের কথোপকথন শুনতে পায়।
এ সময় “আজিজ দুরে কোথাও কাজে যাবে, ২জন সন্তান স্কুলে গিয়েছে তাই বাসা ফাঁকা, তুমি সাড়ে ১০টার মধ্যে বাসায় আসো”। স্ত্রী তসলিমা ধারণা করেছিল, তার স্বামী অন্যান্য দিনের মতো কাজের উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে গিয়েছে, সন্ধ্যায় ফিরবে। স্ত্রী তসলিমা ও পরকীয়া প্রেমিকের ফোনালাপ শুনে স্বামী আজিজ মিয়া বাসার পাশে নতুন নির্মাণ করা শৌচাগারে লুকিয়ে প্রেমিক আশরাফুলের আসার অপেক্ষায় থাকে। বেলা পৌনে ১১টার দিকে তসলিমা আক্তারের ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে টেলিভিশনের ভলিউম বাড়িয়ে দিয়ে অনৈতিক সম্পর্কে লিপ্ত হয়। পুরো ঘটনাটি লুকিয়ে থাকা শৌচাগার থেকে আজিজ মিয়া দেখতে পেয়ে দরজার কড়া নেড়ে চিৎকার করতে থাকলে এক পর্যায়ে তসলিমা ঘরের দরজার খুলে দেয়।
এ সময় পরকীয় প্রেমিক আশরাফুলকে ঘরের ভেতর দেখতে পেয়ে ভেতরে থেকে তালা লাগিয়ে দিয়ে তাদের পরকীয়া সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। এ সময় কয়েক মাস যাবৎ তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক চলছে এসময় গত সপ্তাহের শুক্রবার কারখানা ছুটি থাকায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছিল বলে জানায়। এ কথা শুনে ঘাতক আজিজ মিয়া ক্ষিপ্ত হয়ে বেলা ১১টার সময় ঘরের টেবিলের নিচে থাকা ধারালো বটি দিয়ে আশরাফুলকে মাথায় ও পিঠে এলোপাথাড়ীভাবে কুপিয়ে হত্যা ও স্ত্রী তসলিমা আক্তারকে গলা ও গালে কুপিয়ে আত্মগোপনে চলে যায় বলে ঘাতক আজিজ মিয়া র্যাবকে জানায়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, উক্ত ঘটনায় নিহত আশরাফুল ইসলামের বাবা বাদী হয়ে শ্রীপুর থানার একটি হত্যা মামলা দায়ের করেন। র্যাবের হাতে গ্রেপ্তার আজিজ মিয়াকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।