reporterঅনলাইন ডেস্ক
  ০৫ নভেম্বর, ২০২৪

মমতাজের বিরুদ্ধে আরও এক হত্যা মামলা

ছবি : সংগৃহীত

সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা হয়েছে। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামে ২০১৩ সালের আলোচিত চার হত্যাকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে এই হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সিংগাইরে মামলাটি করেন রাফেজা (৩৭) নামের এক নারী।

রাফেজা নিহতদের একজন আলমগীর হোসেনের স্ত্রী গোবিন্দল মোল্লাপাড়া গ্রামের রফেজ উদ্দিনের মেয়ে।

এর আগে গতমাসে আলাদাভাবে দুটি মামলা করেন নিহতের স্বজনরা। এ মামলায় আরও আসামি করা হয়েছে তৎকালীন মানিকগঞ্জ সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার, ডিবি পুলিশের একাধিক পরিদর্শক, ৩৭ পুলিশ সদস্যসহ ৮২ জন এবং অজ্ঞাতপরিচয় ২৫ জনসহ ১০৭ জন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি চলছিল। সিংগাইর-গোবিন্দল নতুনবাজার চার রাস্তার মোড়ে হরতালের সমর্থনে শত শত মানুষের সমাবেশ চলছিল। এসময় আসামিদের ছোড়া গুলিতে নিহত হন আলমগীর, নাসির, নাজিমুদ্দিন মোল্লা ও শাহ আলম।

মামলার অন্য আসামিরা হলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বলধরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মাজেদ খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান ভিপি শহিদ (৫০), সদ্য বিদায়ী উপজেলা চেয়ারম্যান সায়েদুল ইসলাম (৫০) প্রমুখ।

আসামি পুলিশ সদস্যরা হলেন তৎকালীন মানিকগঞ্জ সদরের সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম, মানিকগঞ্জ ডিবির ওসি মহিবুল আলম, মদন মোহন বণিক, মোহাম্মদ রবিউল ইসলাম, সিংগাইর থানার এসআই আদিল মাহমুদ, মোজাম্মেল হোসেনসহ ৩৭ জন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, পৃথক তিনটি হত্যা মামলার আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close