দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
দীঘিনালার ‘দুর্গম পাহাড়ে চিকিৎসা দিল সেনাবাহিনী’
পাহাড়ি জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম গ্রামে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী।
আজ মঙ্গলবার (০৫ নভেম্বর) সকালে দীঘিনালা সেনা জোনের আলমগীর টিলা ক্যাম্পে উপজেলার বোয়ালখালী ইউনিয়নের দুর্গম কাটারুংছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও ঔষুধ বিতরণ করা হয়।
এ সময় চিকিৎসা সহায়তা পেয়ে কাটারুংছড়ার সুবিধাভোগী সেনালী চাকমা (৩৪) ও প্রানোতোষ চাকমা (৫৮) বলেন, কাটারুংছড়া দীঘিনালা উপজেলার অত্যান্ত দুর্গম একটি জনপদ। এখানে সু-চিকিৎসা পাওয়া খুবই কষ্টসাধ্য। সেনাবাহিনী আমাদের চিকিৎসা সহায়তা দিয়েছে, সামনের দিনগুলোতেও সেনাবাহিনী আমাদের পাশে থাকবে। এই সময় সোনালী ও প্রাণোতোষ চাকমা সহ কাটারুংবাসী অনেক সুবিধাভোগী সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
দীঘিনালা সেনা জোনের মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রনি বলেন, দুর্গম এলাকায় চিকিৎসা সেবা পৌছানোর উদ্দেশ্য নিয়ে দীঘিনালা সেনা জোন কাজ করছে। উপজেলার এ জনপদে বয়স্ক, নারী ও শিশু রোগী বেশি পেয়েছি, যারা দুর্গম গ্রামগুলোতে বসবাস করেন। সেনাবাহিনী সামনের দিনগুলোতে নিয়োমিত কাজের পাশাপাশি মেডিকেল সেবা অধিকহারে বাড়ানোর চেষ্ঠা করছে।
এ সময় দীঘিনালা সেনা জোনের আধীনে সেনাবাহিনীর আলমগীর টিলা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এম এ মোমেন শিহাব, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মতিউর রহমান, ওয়ারেন্ট অফিসার মো. মোবারক মিয়া উপস্থিত ছিলেন।