রংপুর ব্যুরো

  ০৫ নভেম্বর, ২০২৪

৯ বছর থেকে ভাড়া না দিয়ে জোর করে দখলের চেষ্টা 

ছবি : প্রতিদিনের সংবাদ

রংপুর মহানগরীর শাপলা চত্বর রহমান পাম্প এর বিপরীতে ২১ নং ওয়ার্ড এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর থেকে ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) বিকালে রংপুর রিপোর্টার্স ইউনিটির হলরুমে এ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভুগী মোছাঃ ইরিনা নাহার বলেন, বাবার পৈত্রিক জমির তফসিল: আলমনগর মৌজা, জে এল নং-৯৬, খতিয়ান নং-১৬৪১৭, দাগ নং-৩০০৪, ৩০০৫, ৩০০৬ জমির পরিমাণ ০,১২২৫ একর সূত্রে জমিতে অবস্থিত ৫টি মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও গত ৯ বছর থেকে ভাড়া না দিয়ে মো: গোলাম মাহবুব, মো: বকুল মিয়া, আইরিন পারভিন, চন্দনা সরকার সকলে জবর দখল করে আসছে।

বাবা বেঁচে থাকতে তাদের সঙ্গে দোকান ভাড়া চুক্তি করেন। কিন্তু আমার বাবা ২০১৫ সালে মারা যাওয়ার পর থেকে তারা আমার সঙ্গে নতুন করে কোন চুক্তিপত্র, ভাড়া বা দোকান ঘর ছেড়ে দেয়নি। আমি এই ৯ বছরে তাদেরকে হাজার বার বলেও কাজ হয়নি। বরং তারাই আমাকে হুমকি ধামকির উপর রেখেছে।

পরিবারে বাবা, মা, ভাই ও বোন কেউ নেই। সবাই মারা গেছে। আমি এতিম তাই এতিমের সরলতার সুযোগ নিয়ে গোলাম মাহবুব, বকুল মিয়া, আইরিন পারভিন ও চন্দনা সরকার ৯ বছর থেকে কোন প্রকার চুক্তিপত্র,ভাড়া ও দোকান ছেড়ে না দিয়ে জবর দখল করে বিভিন্ন প্রকার ভয় ভীতি দেখিয়ে আসছে।

আপনাদের মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস এর কাছে বিচার চাই। আমি এতিম আমার এই ইতিমের হক যেন ফিরিয়ে দেয়। যারা আমার সঙ্গে এরকম অন্যায় করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জোর দাবি জানাচ্ছি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রংপুর,পৈত্রিক সূত্রে মালিকানা,জবর-দখল,সংবাদ সম্মেলন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close