ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
ঘোড়াঘাট সড়ক দুর্ঘটনায় হেলপারের মৃত্যু
দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় সেভনে রিংস কোম্পানির সিমেন্ট মিক্সার করা ট্রাকের হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ নভেম্বর) রাত আনুমানিক ২/৩ টার দিকে ঘোড়াঘাট বাসস্ট্যান্ড সংলগ্ন চারমাথা মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালু বোঝাই ট্রাকের পিছনে একই দিক থেকে আসা সিমেন্ট মিক্সার ট্রাকটি সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সিমেন্ট মিক্সার ট্রাকের সামনে দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকের কেবিনে থাকা হেলপারের মাথার খুলি ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে মর্মান্তিক মৃত্যু হয়।
পরে খবর পেয়ে ওই হেলপারের মরদেহ উদ্ধার করে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে বালু বোঝাই একটি ট্রাক (যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ট-২০-০৫০৫) ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেয়। পথে ঘোড়াঘাট বাসস্ট্যান্ড সংলগ্ন চারমাথা মোড়ে এসে রাস্তার পাশে ট্রাকটি দাঁড়িয়ে ছিল। এ সময় সেভনে রিংস কোম্পানির সিমেন্ট মিক্সার করা একটি ট্রাক (যাহার রেজিঃ নং- খুলনা মেট্রো -শ-১১-০৫৩২) বালু বোঝাই ট্রাকটির পিছনে সজোরে ধাক্কা দেয়।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, দুর্ঘটনার পরবর্তী বালু বোঝাই ট্রাকের চালক ও চালক সহকারী পুলিশের হেফাজতে রয়েছে এবং সিমেন্ট মিক্সার করা ট্রাকের ড্রাইভার পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।