ইবি প্রতিনিধি

  ০৪ নভেম্বর, ২০২৪

ইবিতে শ্রেণিকক্ষ ফিরে পেতে অনশনে চারুকলার শিক্ষার্থীরা

ছবি : প্রতিদিনের সংবাদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘অবৈধ দখল’ উচ্ছেদ ও বরাদ্দের কক্ষ ফিরে পেতে আমরণ অনশনে বসেছেন চারুকলা বিভাগের শিক্ষার্থীরা।

আজ সোমবার (৪ নভেম্বর) দুপুরে সাড়ে ৩টায় প্রশাসন ভবনের সামনে এই অনশন শুরু করেন তারা।

লিখিতভাবে ও বরাদ্দ জায়গা বুঝিয়ে না দেওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন চারুকলার শিক্ষার্থীরা। এর আগে বেলা ১১টা থেকে তারা প্রশাসন ভবনের সামনে অবস্থান করছিলেন শিক্ষার্থীরা। এদিকে দুপুর সাড়ে ১২টায় একই স্থানে ‘দখলদার’ আখ্যা দেওয়ার প্রতিবাদে পাল্টা বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করেন ফোকলোর স্টাডিজ ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা।


  • ‘দখলদার’ আখ্যা দেওয়ায় প্রতিবাদী বিক্ষোভ ফোকলোর স্টাডিজ ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা

জানা গেছে, চলতি বছরের ৮ অক্টোবর কলা অনুষদের ডিন স্বাক্ষরিত চিঠিতে রবীন্দ্র-নজরুল কলা ভবনের চতুর্থ তলার ২৩টি ও পঞ্চম তলার একটি কক্ষ চারুকলা বিভাগের জন্য বরাদ্দ দেওয়া হয়। তবে কাগজে-কলমে বরাদ্দ পেলেও কক্ষগুলো ব্যবহার করতে পারছে না বিভাগটি। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ চারুকলা বিভাগের জন্য বরাদ্দ ওই কক্ষগুলো ব্যবহার শুরু করেছে।

এদিকে বরাদ্দের কক্ষ বেদখ হওয়ায় ক্ষুদ্ধ হয়ে গত ২৩ অক্টোবর থেকে আন্দোলন করে আসছেন চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। এর ধারাবাহিকতায় সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন তারা। এদিকে দুপুর সাড়ে ১২টায় একই স্থানে ‘দখলদার’ আখ্যা দেওয়ার প্রতিবাদে পাল্টা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন ফোকলোর স্টাডিজ ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। পরে দুপুর দেড়টার দিকে এই তিন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্য আলোচনা করে সমাধানের আশ^াস দিলে তারা আন্দোলন স্থগিত করেন তারা।

অনশনরত শিক্ষার্থীরা বলেন, তারা শ্রেণিকক্ষ বরাদ্দ পেয়েও ব্যবহার করতে পারছেন না। তাদের ক্লাস পরীক্ষা পরিচালনা করার কোনো জায়গা নেই। বিভাগের নতুন চেয়ারম্যানকে বসতে দেওয়ারও জায়গা পাননি। অথচ কক্ষগুলো ফোকলোর ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ দখল করে আছে। তারা প্রসাশনের দারস্ত হয়েও কোনো সমাধান পাননি। বিভিন্নভাবে তাদের আশ্বস্ত করা হয়েছে, কিন্তু কোনো ফল পাননি। তাই তারা বাধ্য ও নিরুপায় হয়ে আমরণ অনশনে বসেছেন।

জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ক্যাম্পাসের বাইরে আছেন। তিনি ক্যাম্পাসে ফিরলে আজ (মঙ্গলবার) বিষয়টি নিয়ে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। আমি দুপুরেই আন্দোলনকারীদের বিষয়টি জানিয়েছি। আমরা একটা সমাধানের দিকেই যাচ্ছি।’

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইবি,অবৈধ দখল’ উচ্ছেদ,চারুকলা,শিক্ষার্থীরা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close