রংপুর ব্যুরো

  ০৪ নভেম্বর, ২০২৪

 রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ 

৬ দফা দাবিতে টেকনোলজিস্ট শিক্ষার্থীদের আন্দোলন 

ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করেছে রংপুরের বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ। ছবি : প্রতিদিনের সংবাদ

স্বতন্ত্র পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারীদের দশম গ্রেডে পদমর্যাদাসহ ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করেছে রংপুরের বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ।

আজ সোমবার (৪ নভেম্বর) দুপুরে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে নিজেদের দাবি আদায়ে এ আন্দোলনে নামে টেকনোলজিস্ট পড়ুয়া শিক্ষার্থীরা। এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, সেবা খাতের গুরুত্বপূর্ণ পেশাজীবীদের প্রতি দীর্ঘকাল ধরে সরকার যে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে তার যথাযথ মূল্যায়ন প্রয়োজন। একই সাথে ছয় দফা দাবির আশু সমাধানের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃষ্টি চান তারা।

মেডিকেল টেকনোলজিস্ট পড়ুয়া শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, টেকনোলজিস্টরা সারাদেশে চিকিৎসা সেবার পরীক্ষা-নিরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। অথচ এই পেশার যথাযথ মর্যাদা, মেডিকেল টেকনোলজিস্ট শিক্ষকদের স্বতন্ত্র পেশাদার ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে। তাই বিপ্লব পরবর্তী সময়ে মেডিকেল টেকনোলজিস্ট এর নিয়োগ ও পদমর্যাদার বৈষম্য দূর করা না হলে আগামীতে দাবি আদায়ের কঠোর কর্মসূচির হুশিয়ারিও দেন তারা।

এদিকে প্রায় দুই ঘন্টা ধরে মহাসড়ক অবরোধ করে আন্দোলনের ফলে সড়কের দুইধারে তীব্র যানজটের সৃষ্টি হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রংপুর,মেডিকেল টেকনোলজি,মহাসড়ক অবরোধ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close