উল্লাপাড়া ( সিরাজগঞ্জ ) প্রতিনিধি
উল্লাপাড়ায় হাটে কেনাবেচায় বীজ আলু
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলু আবাদের মৌসুম শুরু হয়েছে। এখন বীজ আলু হাটে কেনাবেচা হচ্ছে। এলাকার ব্যবসায়ীরা উত্তরাঞ্চলের জয়পুরহাটসহ বিভিন্ন মোকাম থেকে বীজ আলু হাটে এনে কৃষকদের কাছে বেচছেন। এক কেজি বীজ আলু আজ সোমবার উল্লাপাড়া হাটে আটান্ন টাকা থেকে ষাট টাকা দরে কেনাবেচা হচ্ছে।
উল্লাপাড়া উপজেলা সদরের হাটে আজ সোমবার (৪ নভেম্বর) হাটবারে বারো থেকে পনেরোজন ব্যবসায়ী বিভিন্ন মোকাম থেকে বীজ আলু এনে বেচছেন। ব্যবসায়ী নুরুল বলেন মোকাম এলাকা থেকে তারা তিন - চার জাতের বীজ আলু এনে বেচতে হাটে তুলেছেন ও খদ্দেরদের কাছে বেচছেন।
জানা গেছে কৃষকের বেশী চাহিদা হলো রোমানা জাতের বীজ আলু। এছাড়া কার্ডিনাল (কাঠিলাল ), দেশী জাতের বীজ আলুর বেশ চাহিদা আছে। রোমানা জাতের এক কেজি বীজ আলু ৫৮ থেকে ৬০ টাকা দরে কেনাবেচা করছেন। আর একই দামে কার্ডিনাল (কাঠিলাল ) , দেশী জাতের বীজ আলু বেচছেন।
- বেশী চাহিদা রোমানা
- এক কেজি বীজ আলু দাম ৫৮ টাকা
প্রতিবেদকের সাথে কথা কালে শ্রীপাঙ্গাসী গ্রামের রহমত আলী বলেন নিজ জমিতে লাগাতে ৬০ টাকা কেজি দরে ১৫ কেজি বীজ আলু কেনেন। কয়ড়া আরেক কৃষক হোসেন আলী বিঘা দেড়েক জমিতে আলু লাগাবেন। জমি তৈরী করে আজ একমণ বীজ আলু আটান্ন টাকা কেজি দরে কিনেছেন। প্রতিবেদককে ব্যবসায়ীরা আরো বলেন আর কদিন বাদেই পুরোদমে বীজ আলু কেনাবেচা লাগবে। তখন মোকাম বাজারের বীজ আলু ছাড়াও গৃহস্থ পরিবারে সংরক্ষণ করে রাখা বীজ আলু বেচাকেনায় হাটে উঠবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সূবর্ণা ইয়াসমিন সূমী বলেন উল্লাপাড়ায় গত বছরের চেয়ে বেশী আলু আবাদের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে । এবারের মৌসুমে গোটা উপজেলায় এক হাজার ১০ হেক্টরে আলু আবাদের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে। গত বছর আলু আবাদ লক্ষ্যমাত্রা ধরা ও হয়েছে নয়শো আশি হেক্টরে। কৃষকেরা রোমানা জাতের আলু বেশী পরিমাণ জমিতে আবাদ করেন।