উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
উল্লাপাড়ায় স্কাউটের ৭ম কাব ক্যাম্প পুরী উদ্বোধন
সিরাজগঞ্জের উল্লাপাড়া মার্চেণ্টস সরকারি উচ বিদ্যালয় মাঠে আজ রবিবার থেকে ৫ দিন ব্যাপী ৭ম উপজেলা স্কাউট কাব ক্যাম্প পুরী শুরু হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) ও উপজেলা স্কাউট এর সভাপতি আবু সালেহ মোহাম্মদ হাসনাত আজ রবিবার (৩ নভেম্বর) বিকেল পাচটায় প্রধান অতিথি হয়ে এর উদ্বােধন করেন।
উপজেলা স্কাউট কমিশনার অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে উদ্বােধনী সভায় আরো উপস্থিত ও বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) শারমিন আক্তার রীমা, মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল হক, উপজেলা শিক্ষা অফিসার এম ছানােয়ার হােসেন, অধ্যক্ষ মীর আব্দুল হান্নান ও মো. খালেকুজ্জামান । উদ্বােধনী অনুষ্ঠান ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর মােহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব দলের ডিসপ্লে অনুষ্ঠান হয় ।
জানা গেছে কাব ক্যাম্প পুরীত ৪৫ টি প্রাথমিক বিদ্যালয়ের ২৭০ জন কাব স্কাউট সদস্য অংশ নিয়েছে। আগামী ৫ দিন তারা বসবাসে মাঠে তাবুতে থাকবে এবং বিভিন্ন কর্মকান্ডে অংশ নেবে। আগামী ৬ নভেম্বর সমাপনী দিনে মহাতাবু জলসা অনুষ্ঠান হবে।