ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ভালুকায় নারীসহ ৭ মাদক কারবারি আটক
ময়মনসিংহের ভালুকায় দায়িত্বরত সেনাবহিনীর সদস্যরা ভালুকা ও ত্রিশালে যৌথ অভিযান পরিচালনা করে দুই নারী সহ সাত মাদক কারবারিকে আটক করেছে। গতকাল শনিবার (২ নভেম্বর) রাতে এই অভিযান পরিচালনা করেন।
ক্যাম্প সূত্রে জানা যায়, ঘটনার রাতে ভালুকা থেকে দেশীয় অস্ত্র ও মাদকসহ মো. আনিছুর রহমান (৩৩), মোছা. রেহেনা (২২) ও হোসনে আরা (২২) কে আটক করে ভালুকা মডেল থানায় হস্তান্তর করেন। একই দিনে ত্রিশাল উপজেলায় অভিযান পরিচালনা করে মো. জহিরুল ইসলাম (৪৫), শফিকুল ইসলাম (২৮), মো. মফিজুল ইসলাম (৩৪) ও মো. আরিফ মিয়া (২০) নামের চার জনকে দেশীয় অস্ত্র এবং মাদকসহ আটক করে ত্রিশাল থানায় হস্তান্তর করা হয়। আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত।
এছাড়াও তাদের নামে ইতিপূর্বে থানায় মাদক মামলা রয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী।
ভালুকা আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মো. নোমান মুন্সি জানান, যুব সমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।