রংপুর ব্যুরো

  ০২ নভেম্বর, ২০২৪

রংপুরে মাদকের চালানসহ ২জন ব্যবসায়ী গ্রেফতার 

ছবি : প্রতিদিনের সংবাদ

রংপুরে ২টি পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ ২ আসামিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর।

আজ শনিবার (২ নভেম্বর) সন্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর অফিসে এক প্রেসব্রিফিং এ তথ্য নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক পরিচালক বিপ্লব কুমার মোদক।

তিনি বলেন, মিঠাপুকুর উপজেলার উপজেলার শালটি গোপালপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় সকাল আনুমানিক ১১ ঘটিকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

পৃথক অভিযানে ৮৪ লক্ষ ৪০ হাজার টাকার মাদকদ্রব্য ও ৩০ হাজার টাকার গাঁজা উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়,আটক করা মাদকের মধে হিরোইন ৬৫০ গ্রাম, আইস ২৮ গ্রাম, ইয়াবা ৫ হাজর ৭০০ পিস, টিটি জেসিক ১৮০ এ্যাম্পল।

গাঁজা ব্যবসায়ী মিঠাপুকুর উপজেলার পায়রা বন্ধের জয়রাম এলাকা থেকে ১ কেজি গাঁজা যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা উদ্ধার করেছে। আটকৃত একজন মিঠাপুকুর উপজেলার শালটি গোপালপুর ইউনিয়নের সুরঙ্গ গ্রামের সুলতান আহমেদের ছেলে সাইদুর রহমান বুলেট।

অপরজন জয়রাম জাফরপুরের রজনীকান্ত সরকারের ছেলে শ্রী মাধব চন্দ্র সরকার। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক পরিচালক বিপ্লব কুমার মোদক বলেন, এটি ধারাবাহিক অভিযানের অংশ যা চলমান থাকবে। সঠিক তথ্য পেলে কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেয়া হবে না। আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রংপুর,মাদকদ্রব্য,গ্রেফতার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close