পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

  ০২ নভেম্বর, ২০২৪

বাংলাদেশ কৃষিজীবি শ্রমিক ইউনিয়ন

পলাশবাড়ী পৌরসভা ও ইউনিয়ন  দায়িত্বশীলদের সভা

ছবি : প্রতিদিনের সংবাদ

বাংলাদেশ কৃষিজীবি শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-বি-২১৩৩) গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভা ও ইউনিয়ন দায়িত্বশীলদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কৃষিজীবি শ্রমিক ইউনিয়ন পলাশবাড়ী উপজেলার শাখার আয়োজনে আজ শনিবার (২ নভেম্বর) বিকেলে পৌরশহরের পলাশবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।

অত্র সংগঠনের পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি সাংবাদিক আশরাফুজ্জামান শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষিজীবি শ্রমিক ইউনিয়ন রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারি পরিচালক মাও. মো. রমজান আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বাংলাদেশ কৃষিজীবি শ্রমিক ইউনিয়ন সভাপতি আব্দুর রাজ্জাক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বাংলাদেশ শ্রমিক ফেডারেশন সভাপতি খায়রুল ইসলাম চাঁন, বাংলাদেশ কৃষিজীবি শ্রমিক ইউনিয়ন উপজেলা সাবেক সভাপতি মাহমুদ হাসান, উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুল লতিফ তরফদার ও পৌর যুব বিভাগের সহ-সভাপতি ওহেদুজ্জামান প্রমুখ। এসময় পলাশবাড়ী পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা বাংলাদেশ কৃষিজীবি শ্রমিক ইউনিয়ন সেক্রেটারী ইউপি সদস্য মনোয়ারুল ইসলাম।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কৃষিজীবি শ্রমিক,গাইবান্ধা,সভা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close