গাজী মোঃ শাহাদত হোসেন ফিরোজী, সিরাজগঞ্জ

  ০২ নভেম্বর, ২০২৪

সিরাজগঞ্জে স্বেচ্ছাশ্রমে চলছে দেড় কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ

ছবি : প্রতিদিনের সংবাদ

৫৩ বছরের কষ্ট দূর করতে এলাকার মানুষ রাস্তাঘাট নির্মাণে লেগে পড়েছেন। কারও হাতে কোদাল, কারও মাথায় টুকরি। গ্রামের যুবক ও বৃদ্ধ সবাই কাজের মধ্যে ব্যস্ত। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের সালদারবিল সংলগ্ন সড়াতৈল গ্রামে স্বেচ্ছাশ্রমে মাটির রাস্তা নির্মাণ চলছে। দেড় কিলোমিটার এই রাস্তা নির্মিত হলে দীর্ঘ ৫৩ বছরের সমস্যা সমাধান হবে বলে আশা করছেন গ্রামবাসী।

রাস্তা নির্মাণের পর সেটি স্থায়ীভাবে পাকা করার দাবিও তারা জানিয়েছেন। সড়াতৈল গ্রামের ফারুক হোসেন বলেন, স্বাধীনতার পর ৫৩ বছর ধরে এই এলাকায় রাস্তাহীনতার কারণে লোকজন ভোগান্তি সহ্য করেছেন। বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিদের কাছে আবেদন করেও কোনো ফল পাননি তারা।

অবস্থার বাস্তবতা বিবেচনা করে, গ্রামবাসী যৌথভাবে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তার নির্মাণের উদ্যোগ নিয়েছেন বলে তিনি জানিয়েছেন। জানা গেছে, গত দুই সপ্তাহ ধরে রাস্তার কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্ট এলাকার আব্দুর রশিদ জানান, ইতোমধ্যে রাস্তার কিছু অংশ দৃশ্যমান হয়েছে এবং কাজ শেষ হতে আরো কিছু সময় লাগবে।

সালদারবিল সংলগ্ন মাঠগুলোতে ফসলের ব্যাপক চাষ হচ্ছে, কিন্তু আশপাশে কোনো চলাচলের রাস্তা নেই। চলাচলের সুবিধা বাড়াতে সড়াতৈল গ্রামে মানুষ স্বেচ্ছাশ্রমে দেড় কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ শুরু করেছেন। ইতোমধ্যে আধা কিলোমিটার কাজ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। তারা বলছেন, রাস্তার অভাবে এই অঞ্চলের মানুষকে পাঁচিল-এনায়েতপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কসহ শাহজাদপুর পর্যন্ত যাতায়াত করতে অনেকটাই ঘুরিয়ে যেতে হয়।

বর্ষাকালে শিক্ষার্থীরা স্কুল-কলেজে যেতে নৌকার উপর নির্ভর করে। এছাড়াও মাঠ থেকে পণ্য পরিবহনে কৃষকদের ভোগান্তিতে পড়তে হয়। ফলে রাস্তা হলে সবাই উপকৃত হবেন। গ্রামে থাকা কেউ কোনো পুরস্কার ছাড়াই কাজ করছেন। যারা সরাসরি শ্রম দিতে পারছেন না, তারা আর্থিক সাহায্য করছেন বলেন রাস্তা নির্মাণের অন্যতম উদ্যোগকারী সমাজসেবক নজরুল ইসলাম।

তিনি আরও জানান, অনেকেই রাস্তার জন্য জমি দান করেছেন। আশপাশের ক্ষেত থেকে কাঁটাগুলি সরিয়ে কাঁচা রাস্তা তৈরির কাজ চলছে। রাস্তা নির্মাণের পরে, দুই পাশে গাছের চারা লাগানোর পরিকল্পনাও রয়েছে। সরকারি সহযোগিতা পেলে ভবিষ্যতে রাস্তা পাকা করার আশা প্রকাশ করেন তিনি।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরাজগঞ্জ,স্বেচ্ছাশ্রম,রাস্তা নির্মাণ,কোদাল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close