শালিখা (মাগুরা) প্রতিনিধি
শালিখায় জাতীয় যুব দিবসে শপথ পড়ালেন ইউএনও
মাগুরার শালিখায় জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে উদ্যোক্তা, রাজনীতিবিদ, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উদ্যোক্তাসহ উপস্থিত শতাধিক সাধারণ জনতাকে শপথ বাক্য পাঠ করান শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জাতীয় যুব দিবসের প্রধান অতিথি হাসিনা মমতাজ।
বৈষম্যবিরোধী ছাত্র-যুব-জনতার আন্দোলনে অর্জিত বাংলাদেশের সার্বিক কল্যাণের জন্য নিয়োজিত থাকা, যুবসমাজের পক্ষে দেশের সার্বভৌমত্ব রক্ষা পূর্বক জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করার পাশাপাশি যুবউন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ার শপথ গ্রহণ উপস্থিত সকলে।
এ দিবসটি উপলক্ষ্যে একটি র্যালি বের করে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ পূর্বক স্বস্থানে গিয়ে শেষ হয়।
আজ শুক্রবার (০১ নভেম্বর) সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র্যালি পরবর্তী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মেসবাহ উদ্দিন।
এছাড়া শালিখা উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান মিল্টন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চকলেট, বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও শ্রম বিভাগের সভাপতি শাহিনুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, শালিখা উপজেলা বিএনপির সদস্য সচিব মুন্সি নয়নুজ্জামান, শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব, উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উদ্যোক্তা ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন সমিতির সদস্যবৃন্দ প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মেসবাহ উদ্দিন এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সফল উদ্যোক্তা মিল্টন মিনা।