জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধ

  ০১ নভেম্বর, ২০২৪

জগন্নাথপুরে হিল সামাজিক সংগঠনের উদ্যোগে সভা 

জগন্নাথপুরে আজ শুক্রবার হিল সামাজিক সংগঠনের  আলোচনা সভা  সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।  ছবি : প্রতিদিনের সংবাদ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সামাজিক সংগঠন হিল এর কার্যকরী কমিটি গঠন ও হিল সামাজিক সংগঠনের স্থায়ী কমিটির সদস্য যুক্তরাজ্য প্রবাসী সাইফুর রহমানকে সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১নভেম্বর) বিকেল ৩টায় জগন্নাথপুর বাজারের আর.এফ.সি সেন্টারে আলোচনা অনুষ্ঠিত হয়।

হিল সামাজিক সংগঠনের সভাপতি আকমমল হুসাইনের সভাপতিত্বে ও হিল সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক জাবির আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জগন্নাথপুর ডিগ্রি কলেজের প্রভাষক নিয়াজ আহমদ ভূইয়া, সাংবাদিক জহিরুল ইসলাম লাল, সাংবাদিক গোলাম সরোয়ার, সাংবাদিক শাহ এস এম ফরিদ, বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল, সাংবাদিক গোবিন্দ দেব, সমাজ সেবক শাফি আহমদ, মো, কামাল হুসাইন, আল আমিন ইসলাম, আব্দুল হেকিম, আকিক মিয়া ও হাবিব হাসান প্রমুখ।

হিল সামাজিক সংগঠনের নবনির্বাচিত কার্যনিবাহী কমিটির সদস্যরা হলেন, সভাপতি, আকমল হোসেন, কেশবপুর। সিনিয়র সহ-সভাপতি, আখলাক আহমেদ, সৈয়দপুর। সহ-সভাপতি, আমির হুসাইন, হবিবপুর। সহ-সভাপতি, জিয়া উদ্দিন, কেশবপুর। সহ-সভাপতি, আবু আসাদ চৌধুরী, হলদিপুর।

সহ-সভাপতি, রায়হান আবির কাওছার, হবিবনগর। সহ-সভাপতি, আলমগীর হোসেন, বাড়ী জগন্নাথপুর। সাধারণ সম্পাদক, জাবির আহমদ চৌধুরী, বেতাউকা।

সহ-সাধারণ সম্পাদক, রুমন আহমদ, দোস্তপুর। সহ-সাধারণ সম্পাদক, শিহাব আহমদ, সৈয়দপুর। সহ-সাধারণ সম্পাদক, নিজাম আহমেদ, হবিবপুর।

সাংগঠনিক সম্পাদক, আবু হাসনাত, পাটলী। সাংগঠনিক সম্পাদক, জাকির আহমেদ, কেশবপুর। সাংগঠনিক সম্পাদক, কামরুল ইসলাম মাহি, মজিদপুর।

সাংগঠনিক সম্পাদক, রোমান মিয়া, সিদখাই। সাংগঠনিক সম্পাদক, একরাম চৌধুরী, সৈয়দপুর। অর্থ সম্পাদক, ইকবাল আহমেদ, জগদীশপুর। সহ- অর্থ সম্পাদক, প্রজেশ শর্মা, কবিরপুর। প্রচার সম্পাদক, এনামুল হক এনাম, সাচায়নী। সহ- প্রচার সম্পাদক, শানুর আহমদ, কেশবপুর। ক্রীড়া সম্পাদক, খোকন সরকার, কেশবপুর। দপ্তর সম্পাদক, শাকির আহমেদ, কেশবপুর।

ধর্ম সম্পাদক, শাহজাহান সিদ্দিকী, কবিরপুর। সাংস্কৃতিক সম্পাদক, টিপু সুলতান, কেশবপুর। সিনিয়র সদস্য, মকুল, মারুফ, মনসুর, আলিনুর, রাজু, রিয়াদ, রুবেল, আ: রহমান, সুকুর আলী, মাছুম। কার্যকরী সদস্য, আলী হোসেন, রাপু, মিনহাজ, দিলোয়ার, সাখাওয়াত, দিপু, জুয়েল, আলী, ফেরদাউস, রেজুয়ান হোসেন, সিহান, জিয়ান।

হিল সামাজিক সংগঠনের স্থায়ী কমিটির সদস্যরা হলেন, মো, রুয়েল মিয়া, কেশবপুর যুক্তরাজ্য প্রবাসী। মো, আকমল হোসেন, কেশবপুর। জিলানী রায়হান, ইছগাওঁ, যুক্তরাজ্য প্রবাসী। জসির মিয়া, সৈয়দপুর। সালমান হোসেন, নাদামপুর, ফ্রান্স প্রবাসী। মো, কাশেম মিয়া, কেশবপুর, ইতালি প্রবাসী। ইকবাল আহমেদ, জগদীশপুর। রাজিদ আহমদ, দোস্তপুর, যুক্তরাজ্য প্রবাসী। লিটন মিয়া, সাতহাল, যুক্তরাজ্য প্রবাসী। রিয়াজ উদ্দিন, সৈয়দপুর, যুক্তরাজ্য প্রবাসী। শিপন আহমদ, কেশবপুর, ইতালি প্রবাসী। আরিফ হক, হরিহরপুর, ফ্রান্স প্রবাসী। মো, রুয়েল আহমদ, কেশবপুর, যুক্তরাজ্য প্রবাসী। মো, নাজিম আহমদ, পাটলী, যুক্তরাজ্য প্রবাসী। মো, সাইফুর রহমান, কেশবপুর, যুক্তরাজ্য প্রবাসী। তানজিরুল হক ইবন, কেশবপুর, যুক্তরাজ্য প্রবাসী। মো, আমির হুসাইন, হবিবপুর। সাখাওয়াত হোসেন বাপ্পি, হবিবপুর, যুক্তরাজ্য প্রবাসী। আবু হাসনাত, পাটলী। মো, দিপু, ঘোষগাও, ইতালি প্রবাসী। আইনুল হক, সাচায়নী, যুক্তরাজ্য প্রবাসী। আলামিন, উলুকান্দি, যুক্তরাজ্য প্রবাসী। মাজাহারুল, পাটলী, যুক্তরাজ্য প্রবাসী। রাকিব, হবিবপুর, যুক্তরাজ্য প্রবাসী। জাবির আহমদ চৌধুরী, বেতাউকা। মো, আখলাক, সৈয়দপুর। শিহাব আহমদ, সৈয়দপুর। দুলু মিয়া, মোহাম্মদপুর, যুক্তরাজ্য প্রবাসী। জাকির আহমদ, কেশবপুর। মো, আতিকুল ইসলাম, নলুয়া নোয়াগাও, মালয়েশিয়া প্রবাসী। এনামুল হক এনাম, সাচায়নী। জিয়া উদ্দিন,কেশবপুর। টিপু সুলতান, কেশবপুর। রায়হান আবির কাওছার, হবিবনগর। রিয়াজ উদ্দিন, কবিরপুর, যুক্তরাজ্য প্রবাসী। মহসিনুর রহমান, দোস্তপুর, যুক্তরাজ্য প্রবাসী। সৈয়দ জগরুল ইসলাম, সৈয়দপুর যুক্তরাজ্য প্রবাসী। সৈয়দ মারজান, সৈয়দপুর, যুক্তরাজ্য প্রবাসী। শাহবাজ আহমেদ, পাটলী, যুক্তরাজ্য প্রবাসী। ইয়াকুব আলী, সাচায়নী, সৌদি আরব প্রবাসী। একরাম চৌধুরী, সৈয়দপুর। সোহাগ আহমেদ, চিলাউরা, যুক্তরাজ্য প্রবাসী। কিবরিয়া আহমেদ, বাড়ী জগন্নাথপুর, গ্রীস প্রবাসী। আলমগীর হুসাইন, বাড়ী জগন্নাথপুর। শাহান আহমেদ, হবিবপুর, স্পেন প্রবাসী। মো, সাজিদ মিয়া, ইসহাকপুর, যুক্তরাজ্য প্রবাসী। চুনু আহমেদ, ইসহাকপুর, কানাডা প্রবাসী। মুজাম্মেল হক রনি, হবিবপুর, যুক্তরাজ্য প্রবাসী। হাফিজুর রহমান মিলন, হবিবপুর, যুক্তরাজ্য প্রবাসী। জাকারিয়া আহমেদ, ভবানীপুর, যুক্তরাজ্য প্রবাসী।

আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে হিল সামাজিক সংগঠনের স্থায়ী কমিটির সদস্য যুক্তরাজ্য প্রবাসী সাইফুর রহমানকে সংবর্ধনা ও বিশেষ সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয় এবং উপস্থিত উপদেষ্টাবৃন্দ ও অতিথিদের হিল সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এসময় হিল সামাজিক সংগঠনে সদস্য বৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সুনামগঞ্জ,সামাজিক সংগঠন হিল,সংবর্ধনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close