মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

  ০১ নভেম্বর, ২০২৪

মোংলায় বিএনপির সম্প্রীতি সমাবেশ 

ছবি : প্রতিদিনের সংবাদ

কোন ধরণের সংঘাত নয়, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে শান্তি-সম্প্রীতি গড়ে তুলুন, দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে সহায়তা করুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এ নির্দেশনা বাস্তবায়নে ৫ আগস্টের পর থেকে মোংলা-রামপালের তৃনমুলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে কাজ করে যাচ্ছেন স্থানীয় বিএনপি। তারই ধারাবাহিকতায় শুক্রবার (০১ নভেম্বর) বিকেলে সুন্দরবন ইউনিয়নের ইউনুস আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক সম্প্রীতি সমাবেশের আয়োজন করে সুন্দরবন ইউনিয়ন বিএনপি।

প্রায় দেড় যুগ পরে খোলা ময়দানে অনুষ্ঠিত বিশাল এ সমাবেশে বক্তারা বলেন, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা সকল নেতা-কর্মী-সমর্থকদের মাঝে ছড়িয়ে দিয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ও সম্প্রীতির বন্ধন সৃষ্টিতে এ সমাবেশ করা হচ্ছে। এতে দলীয় নেতা-কর্মীরা একদিকে উজ্জীবিত হচ্ছেন, অপরদিকে সংঘাত এড়িয়ে সম্প্রীতি গড়তে সচেষ্ট হচ্ছেন সকলে।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জেলা বিএনপি সদস্য ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন, জেলা বিএনপি সদস্য ও মোংলা পৌর বিএনপির আহবায়ক মো. জুলফিকার আলী, জেলা বিএনপি সদস্য শেখ আব্দুল হালিম খোকন, মোংলা থানা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রুস্তম আলী, মোংলা থানা বিএনপির সদস্য সচিব আঃ মান্নান হাওলাদার ও সুন্দরবন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইসমাইল মোছাল্লী খোকন।

সমাবেশে পৌরসভাসহ উপজেলার ৬টি ইউনিয়নের হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকদের সমাগম ঘটে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মোংলা,বিএনপি,সমাবেশ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close