শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি:
শৈলকুপায় ইউনিয়ন ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ঝিনাইদহের শৈলকুপার ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে ‘সারুটিয়া ইউনিয়ন ফুটবল লীগ-২০২৪’ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১ নভেম্বর) বিকালে মৌবন মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে রান্নু ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠন এ খেলার আয়োজন করেন। মৌবন যুব সংঘের সহযোগীতায় খেলাটির পৃষ্ঠপোষকতায় ছিলেন ব্রাদার্স এলপিজি’র চেয়ারম্যান সাদ্দাম হোসেন রান্নু। ফাইনাল ম্যাচে নাদপাড়া যুব মিলন সংঘ ফুটবল একাদশকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে কাতলাগাড়ি ফুটবল একাদশ।
খেলা শেষে মৌবন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন কাতলাগাড়ি কলেজের অধ্যক্ষ মতিয়ার রহমান। এছাড়া সেরা খেলোয়ার ও সেরা দর্শকের হাতে বিশেষ অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন কাতলাগাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, মৌবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদার হোসেন, নাদপাড়া যুবমিলন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, বিজিপিএস-৮৯ ফাউন্ডেশনের সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক আবু জাফর, রান্নু ফাউন্ডেশনের আহবায়ক ইলিয়াস কাঞ্চন প্রমুখ।
খেলা শেষে রান্নু ফাউন্ডেশনের আহবায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, আধুনিক যুগে এযুগের তরুণ-তরুণীরা স্মাটফোন ও মাদকের নেশায় আসক্ত হয়ে পড়েছে। খেলাধুলা করলে যুবসমাজ কখনোই নেশায় ডুবে যাবে না। তাই নিয়মিত খেলাধুলা করা প্রয়োজন। তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে প্রতিবছরই এমন খেলা ও ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান তিনি।
ফুটবল খেলা শেষে সন্ধ্যায় লোক সংগীতের আয়োজন করে ফাউন্ডেশনটি।