গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

  ০১ নভেম্বর, ২০২৪

গোমস্তাপুরে জাতীয় যুব দিবস পালিত

ছবি : প্রতিদিনের সংবাদ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে যুব র‍্যালি, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, শপথ পাঠ, আলোচনাসভা ও যুব ঋনের চেক বিতরণ করা হয়।

আজ শুক্রবার (০১ নভেম্বর) সকালে যুব র‍্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে রহনপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা সভাকক্ষে সভায় সভাপতিত্ব ও অনুষ্ঠানে যুববাক্য পাঠ করান যুব উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ। প্রধান অতিথি'র বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম।

অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, ক্রো-ম্যাগনন যুব উন্নয়ন সমিতির প্রতিনিধি আনোয়ারারুল ইসলামসহ অন্যরা। আলোচনা শেষে যুব ঋন ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চাঁপাইনবাবগঞ্জ,পরিচ্ছন্নতা অভিযান,চেক বিতরণ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close