বেনাপোল প্রতিনিধি

  ০১ নভেম্বর, ২০২৪

স্ত্রীকে নিতে এসে নিজেই লাশ হয়ে ফিরলেন

ছবি : প্রতিদিনের সংবাদ

যশোরের শার্শা উপজেলার আফিল জুট উইভিং ফ্যাক্টরির শ্রমিক স্ত্রীকে নিতে এসে নিজেই লাশ হয়ে ফিরলেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার শার্শা পল্লীবিদ্যুৎ অফিসের সামনে এই দূর্ঘটনা ঘটেছে বলে জানান নাভারণ হাইওয়ে পুলিশের ওসি রোকনুজ্জামান রিপন।

নিহত কামাল হোসেন (৪৫) বেনাপোলের শিকড়ি গ্রামের আব্দুস সালামের ছেলে। তারা স্বামী স্ত্রী দুজনই আফিল জুট উইভিং ফ্যাক্টরির শ্রমিক।

প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি রিপন বলেন, আফিল উইভিং ফ্যাক্টরির শ্রমিক কামাল হোসেন প্রতিদিনের ন্যায় স্বামী স্ত্রী মিলের কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এসময় কামালের ডিউটি ছিল না, স্ত্রীকে নিতে এসেছিলেন। মিল গেটের সামনে সাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার সময় বেনাপোল থেকে ছেড়ে আসা যশোরগামী একটি দ্রুতগতির ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্বজনদের কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে তবে ঘাতক ট্রাকের চালক ও সহকারীকে আটকের অভিযান চলছে বলে জানান রিপন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যশোর,শার্শা উপজেলা,আফিল জুট উইভিং
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close