গাজীপুর প্রতিনিধি
৩১ অক্টোবর, ২০২৪
গাজীপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহিদ মিয়া (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।
গতকাল বুধবার রাতে মহানগরের সদর থানার শিববাড়ী মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত জাহিদ মিয়া গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিমখন্ড এলাকার মো. আয়নাল হকের ছেলে। পুলিশ বলছে গ্রেপ্তারকৃদ যুবক মাদক ব্যবসায়ী।
মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব মো. রেজাউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল বুধবার রাতে শিববাড়ী মোড় এলাকায় অভিযান চালিয়ে ১০০০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী জাহিদ মিয়াকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে জেএমপি সদর থানায় মামলা হয়েছে।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন