টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

  ৩০ অক্টোবর, ২০২৪

দুজন ছিনতাইকারীকে ধাওয়া দিয়ে হাতেনাতে ধরে মারধরের পর পুলিশে সোপর্দ

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পথচারী নিহত, গ্রেপ্তার ৮

বুধবারের অভিযানে আরো ৬ ছিনতাইকারীকে গ্রেপ্তারের পর জেলহাজতে

ছবি : প্রতিদিনের সংবাদ

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জাফর উল্লাহ (৪২) নামের এক পথচারী নিহত হয়েছেন। ঘটনার পর দুজন ছিনতাইকারীকে ধাওয়া দিয়ে হাতেনাতে ধরে মারধরের পর পুলিশে সোপর্দ করে উপস্থিত লোকজন।

গত মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। হত্যার ঘটনায় গতকাল বুধবার সকাল জাফর উল্লাহর ছোট ভাই আমান উল্লাহ বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা করেছেন। মামলার পর গতকাল দুপুরে আটক শাহীনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। মারধরে আহত আরেকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

হত্যার শিকার পথচারীর জাফর উল্লাহ ফেনীর করোচিয়া গ্রামের করিমুল্লাহর ছেলে। তিনি পরিবারের সঙ্গে ঢাকার সবুজবাগে থাকতেন। কোনো এক কাজে মঙ্গলবার তিনি টঙ্গীতে এসেছিলেন। তিনি একসময় পোশাকশ্রমিক ছিলেন বলে জানা গেছে।

উপস্থিত উত্তেজিত লোকজনের মারধরে গুরুতর আহত ব্যক্তির নাম মো. সজীব হোসেন (৩০)। তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজনের নাম শাহীন মিয়া (২২)। তারা দুজনেই চিহ্নিত ছিনতাইকারী।

এদিকে বুধবার টঙ্গী স্টেশন রোডসহ বিভিন্ন এলাকায় দিনভর অভিযানে আরো ৬ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গীর ফায়ার সার্ভিসের সামনে দিয়ে টঙ্গী বাজারের দিকে যাচ্ছিলেন জাফর উল্লাহ। এ সময় হঠাৎ ৩-৪ জন ছিনতাইকারী পথ আটকে ধরে তার সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ নিয়ে ছিনতাইকারীদের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে জাফর উল্লাহর গলা ও থুতনির নিচে চাকু দিয়ে আঘাত করা হয়।

ছুরিকাঘাতের পর চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন জাফর উল্লাহ। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে ছিনতাইকারীদের ধাওয়া করে সজীব ও শাহীন নামে দুজনকে হাতেনাতে ধরে ফেলে। পরে তাদের মারধর করে স্থানীয় ক্ষিপ্ত লোকজন। স্থানীয়রা ছুরিকাঘাতে আহত জাফর উল্লাহকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মো. এহতেশাম বলেন, ‘আমরা খবর পেয়ে হাসপাতাল থেকে জাফর উল্লাহ লাশ উদ্ধার করেছি। তার গলায় ও থুতনির নিচে ছুরিকাঘাত আছে। ঘটনাস্থলে মারধরে পড়ে থানা শিকার সজীবকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠাই। জাফর উল্লাহর মরদেহ ময়নাতদন্তের শেষ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টঙ্গী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close