reporterঅনলাইন ডেস্ক
  ৩০ অক্টোবর, ২০২৪

পর্যটকরা ১ নভেম্বর থেকে রাঙামাটি যেতে পারবেন

ছবি : সংগৃহীত

জেলা প্রশাসক জানিয়েছে, আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের রাঙামাটিতে ভ্রমণে ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। রাঙামাটি ও খাগড়াছড়িতে অস্থির পরিস্থিতির কারণে গেল ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত তিন পার্বত্য জেলায় পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করে ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করেছিল জেলা প্রশাসন।

বুধবার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান রাঙামাটিতে আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানান।

জেলা প্রশাসক জানান, বর্তমানে জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পর্যটকদের ভ্রমণে এতদিন যে নিষেধাজ্ঞা বলবৎ ছিল রাঙামাটি জেলার সার্বিক পরিস্থিতি বিচেনা করে তুলে নেওয়া হয়েছে। পূর্বে ন্যায় পর্যটকরা রাঙামাটিতে নিরাপদে ভ্রমণে করতে পারবেন।

তিনি আরও জানান, সাজেকে পর্যটকদের ভ্রমণের ক্ষেত্রে খাগড়াছড়ি জেলায় যখন ভ্রমনের নিষেধাজ্ঞা জারি প্রত্যাহার করা হবে তখন থেকে পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।

এসময় রাঙামাটি হোটেল মালিক সমিতির সভাপতি মঈন উদ্দীন সেলিম, বার্গী লেক ভ্যালীর পরিচালক বাপ্পী তংচংগ্যা, বোট মালিক সমিতির নেতা রমজান আলীসহ পর্যটন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

গত মাসের ১৮ তারিখ থেকে পাহাড়ে সহিংসতার জেরে তিন দফায় ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেকে ভ্রমণে নিরুৎসাহিত করা হয়। পরে পাহাড়ের সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে তিন পার্বত্য জেলায় ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ জানায় স্থানীয় প্রশাসন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাঙামাটি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close