মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

  ২৯ অক্টোবর, ২০২৪

মোংলায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের পাশে আলহাজ্ব জুলফিকর আলী

ছবি : প্রতিদিনের সংবাদ

মোংলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব জুলফিকর আলী। এসময় সবাইকে তাদের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় পৌর ১নং ওয়ার্ডের পানির প্রকল্পের পাশে ক্ষতিগ্রস্ত গোলাম রসুলের পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি, চাল, খাদ্যসামগ্রী ও আর্থিক সাহায্য বিতরণ করেন তিনি।

ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে সান্ত¦না দিয়ে পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব জুলফিকর আলী বলেন, বিএনপির জন্ম হয়েছিল জনগণের স্বার্থ রক্ষার জন্য। বিএনপি ক্ষমতায় যাওয়ার রাজনীতি করে না। নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে জনগণের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য বিএনপি সব সময়ই কাজ করে আসছে।

তিনি আরো বলেন, অগ্নিকাণ্ডের খবর শুনেই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তাৎক্ষণিকভাবে আমি সামান্য চেষ্টা করেছি মাত্র। অগ্নিকাণ্ডে সম্বলহীন অসহায় এই পরিবারগুলোর জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

এসময় মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব জুলফিকর আলী, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. কাজী ফারুক, পৌর শ্রমিকদলের সভাপতি মো: আলতাফ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, সহ-সভাপতি মো. ফারুক মোল্লা, পৌর মহিলা দলকের সভানেত্রী কমলা বেগম, পৌর মৎস্যজীবী দলের সভাপতি গাজী মাইনুল ইসলাম (মনু), পৌর তাঁতী দলের আহবায়ক হাজ্বী আলম, তাঁতী দলের সাবেক সদস্য সচিব গাজী মনিরুজ্জামান (মনি), পৌর ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ১নং ওয়ার্ড বিএনপি নেতা সহিদ হাওলাদার, যুবদল নেতা দেলোয়ার ইজারদার, জামাল শিকদার, মো. ইউসুফ, বারেক মেম্বারসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মোংলা,আগুনে পোড়া বাড়ি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close