সিরাজগঞ্জ প্রতিনিধি

  ২৯ অক্টোবর, ২০২৪

সিরাজগঞ্জে সাধু সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত

ছবি : প্রতিদিনের সংবাদ

মহাত্মা লালন সাঁইজি’র ১৩৪ তম তিরোধান দিবস উপলক্ষে সিরাজগঞ্জে লালন স্মরণ উৎসব ও সাধু সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৮ টার দিকে নিউ মার্কেট সপ্তক সংগীত একাডেমীর কার্যালয়ে এই লালন স্মরণ উৎসব ও সাধু সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

সাধু সংগীত সন্ধ্যার উদ্বোধন করেন সপ্তক সংগীত একাডেমীর প্রধান উপদেষ্টা মামুন এ কাইয়ুম। তিনি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটি সপ্তক সংগীত একাডেমীর প্রধান পরিচালক মো. হাসান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ লালন একাডেমীর সভাপতি নুরুল হুদা, সিরাজগঞ্জ শিল্পকলা একাডেমির শিক্ষক তন্ময় রায় সহ অন্যান্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব। অনুষ্ঠানে সন্ধ্যা হতে লালন ভক্ত অনুসারীরা অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হতে থাকেন এবং মনোমুগ্ধকর লালনের গান উপভোগ করেন। অনুষ্ঠানে খ্যাতনামা সংগীত শিল্পী জুবায়ের জিকো ও মেহজাবিন খান সিজা জাবালা মোস্তাক সহ সংগঠনের অন্যান্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরাজগঞ্জ,সাধু সঙ্গীত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close