বাগমারা ( রাজশাহী) প্রতিনিধি

  ২৮ অক্টোবর, ২০২৪

বাগমারায় জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

ছবি : প্রতিদিনের সংবাদ

রাজশাহীর বাগমারায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আওয়ামী লীগের লগি-বৈঠার মাধ্যমে ২০০৬ সালের ২৮ অক্টোবর নৃশংস ভাবে খুনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

আজ সোমবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা সদর ভবানীগঞ্জে জামায়াতে ইসলামী বাগমারা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে গোডাউন মোড়ে সমাবেশ করা হয়।

আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগ দিতে দুপুর থেকেই জামায়াতের হাজার হাজার নেতা কর্মী ও সাধারণ জনতা উপজেলা সদরে জমায়েত হতে থাকে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে ভবানীগঞ্জ জিরো পয়েন্ট হতে একটি মিছিল বের হয়ে প্রধান রাস্তা প্রদক্ষিণ করে গোডাউন মোড়ে গিয়ে সমাবেশ স্থলে মিলিত হয়। উপজেলা জামায়াতের সেক্রেটারী অহিদুল ইসলাম এর সঞ্চালনায় উপজেলার আমীর কামরুজ্জামান হারুনের সভাপতিত্বে বক্তব্য দেন, রাজশাহী পশ্বিম জেলা শাখার নায়েবে আমীর আব্দুল আহাদ কবিরাজ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াত নেতা ডাক্তার আব্দুল বারী, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইব্রাহীম হোসেন, শহীদুজ্জামান মীর, ভবানীগঞ্জ পৌর শাখা জামায়াতের সভাপতি আশিকুর রহমান, উপজেলা শিবিরের সভাপতি শফিকুর রহমান প্রমুখ।

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, খুনি শেখ হাসিনার নির্দেশে আওয়ামী সন্ত্রাসীরা সেদিন ঢাকা সহ সারাদেশে মেতেছিল খুনের নেশায়। সেদিন শুধু জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে হত্যা করা হয়নি, গণতন্ত্রকেও হত্যা করা হয়েছিল। সেদিন দেশ ও জাতিকে ধ্বংস করে দেয়ার চক্রান্ত করা হয়েছিল। খুনিদের বিচার না হওয়া পর্যন্ত দেশে ন্যায়বিচার, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠাত হতে পারে না। নৃশংসভাবে খুনের পর তারা লাশের পাশেই নাচগানে মেতে উঠেছিল।

অবিলম্বে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা পুনরায় সচল করে খুনিদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাজশাহী,জামায়াতে ইসলাম,বিক্ষোভ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close