টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
ভিডিও ভাইরাল
টঙ্গীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, পাল্টাপাল্টি অভিযোগ
গাজীপুরের টঙ্গীতে চাঁদা না পেয়ে এক ডিশ-ইন্টারনেট সংযোগ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী শফিকুল ইসলামের (৪০) স্ত্রী পলি বাদী হয়ে শনিবার (২৬ অক্টোবর) টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ করেছে। তবে ওই ঘটনায় রবিবার (২৭ অক্টোবর) রাতে প্রতিপক্ষ পাল্টা অভিযোগ করেছেন বলে জানিয়েছে থানা।
এর আগে শুক্রবার রাতে টঙ্গী পশ্চিম থানার বড় দেওয়া পুরাতন মসজিদ এলাকায় শফিকুলের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনার কয়েকটি সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওফুটেজে দেখা যায়, রামদা, চাপাতিসহ ধারালো অস্ত্র নিয়ে কয়েকজন লোক ব্যবসায়ী শফিকুলকে এলোপাতাড়ি কোপাচ্ছে। তাদের আঘাত থেকে বাঁচতে এদিক-সেদিক দৌড়ে আত্মরক্ষার চেষ্টা করছেন ভুক্তভোগী।
হামলার ঘটনায় অভিযুক্তরা হলো, বড় দেওড়া পুরাতন মসজিদ এলাকার মনতাজ (৬৫), জাকির সরকার (৩৭), মো. হালিম (৪২), মো. রিপন সরকার (৪৫) ও মো. রিফাত (১৮)। তারা টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বশির উদ্দিনের অনুসারী বলে অভিযোগ উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী শফিকুল ইসলাম পেশায় একজন ইন্টারনেট ও ডিস ব্যবসায়ী।
থানায় দেওয়া অভিযোগ সূত্র ও ভুক্তভোগীর স্ত্রী জানায়, অভিযুক্তরা ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মী পরিচয়ে শফিকুলের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। কিন্তু শফিকুল চাঁদা না দেওয়ায় গত শুক্রবার তার ওপরে ধারালো অস্ত্রসহ হামলা চালানো হয়। এ সময় তার কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় অভিযুক্তরা। গুরুত্ব আহত অস্থায় শফিকুলকে উদ্ধার করে প্রথম টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়।
শফিকুলের স্ত্রী পলি বলেন, ‘আমার স্বামীকে যেভাবে তারা কুপিয়েছে, তা অবর্ণনীয়। তাদের আক্রমণ এত ভয়ংকর ছিল যে, ওই ঘটনা মনে পড়লে এখনো আমার স্বামী আঁতকে উঠে। আমরা থানায় লিখিত অভিযোগের পর এখনো কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।’
অভিযুক্তদের একজন জাকির সরকার বলেন, ‘তারা (শফিকুলরা) দলবল নিয়ে আমার ওপর হামলা চালায়, পরে আমি কারণ জানতে গেলে কিছুটা বিশৃঙ্খলা হয়। এ ঘটনায় আমরাও থানায় অভিযোগ করেছি।’
জানতে চাইলে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ‘হামলার ঘটনায় উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ করেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।’