মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মিরসরাই সদরে ‘কৃষকের বাজার’
দিন যত অতিবাহিত হচ্ছে ততই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম হুহু করে বাড়ছে। সাধারণ ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে চলে গেছে জিনিসপত্রের দাম। আর এমন পরিস্থিতির জন্য দায়ী মধ্যসত্বভোগীদের সিন্ডিকেট। আর এমন সিন্ডিকেট ভেঙ্গে দিতে বেশ কিছু জনবান্ধব কর্মসূচী হাতে নিয়েছে চট্টগ্রামের মিরসরাইয়ের উপজেলা প্রশাসন। গত মঙ্গলবার (২২ আগস্ট) বারইয়ারহাট ট্রাফিক মোড় চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে শুরু হয় ন্যায্যমূল্যে ডিম বিক্রি। পরদিন মিরসরাই পৌর সদরের ফুটওভারব্রিজের নিচে ন্যায্যমূল্যে ডিম বিক্রির আয়োজন করা হয়।
এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মিরসরাই উপজেলাব্যাপী বিভিন্ন বাজারে চলছে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে চলছে মোবাইল কোর্ট পরিচালনা। যেখানে প্রতিনিয়ত বেশিদামে পণ্য বিক্র, মূল্য তালিকা সংরক্ষণ না করাসহত বিভিন্ন অপরাধে অর্থদন্ড প্রদান করা হচ্ছে।
এছাড়া ন্যায্যমূল্যে কৃষকদের পণ্য বিক্রি ও ক্রেতাদের কিনতে পারার লক্ষ্যে চালু হয়েছে ‘কৃষকের বাজার’ । বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ৯ টা থেকে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে, উপজেলা কৃষি সম্প্রসারন অফিস ও বারইয়ারহাট পৌরসভার সহযোগিতায় বারইয়ারহাট ট্রাফিক চত্ত¡রে আনুষ্ঠানিকভাবে এ বাজারের যাত্রা শুরু হয়। কৃষকের বাজার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন
পরবর্তীতে আজ সোমবার (২৮ অক্টোবর) মিরসরাই ফুটওভারব্রিজের নিচে পোস্ট অফিসের সামনে সবজির পসরা সেজে বসেছে কৃষকের বাজার। এছাড়া পাশেই বসেছে ন্যায্যমূল্যে ডিম বিক্রির স্টল। কৃষকের বাজার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ, কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা হুমায়ুন কবির কবির খাঁন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কেএম সাঈদ মাহমুদ, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম প্রমুখ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী বলেন, সরকার কর্তৃক গৃহীত নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর পদক্ষেপ হিসেবে ‘কৃষকের বাজার’ চালু করা হয়েছে। এই বাজারে কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত পণ্য কোন মধ্যসত্বভোগীর সহায়তা ছাড়াই বিক্রি করতে পারবেন। প্রতিটি পণ্যের মূল্য আমরা এমন ভাবে নির্ধারণ করেছি যাতে কৃষকও লাভবান হয় ক্রেতারাও অপেক্ষাকৃত স্বল্পমূল্যে সবজি ক্রয় করতে পারেন।
পিডিএস/এমএইউ