পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

  ২৭ অক্টোবর, ২০২৪

পলাশবাড়ীতে অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসারকে বিদায়ী সংবর্ধনা

ছবি : প্রতিদিনের সংবাদ

পলাশবাড়ীতে অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার বেল্লাল হোসেন এর বিদায় উপলক্ষ্যে এক আলোচনা সভা ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকালে পলাশবাড়ী উপজেলা পরিষদ হলরুম উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার এ বিদায় সংবর্ধনার আয়োজন করে।

পলাশবাড়ী উপজেলা শিক্ষা অফিসার আরজুমান আরা গুলেনুরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ,জেলা শিক্ষা অফিসার নবেজ উদ্দিন সরকার।বিশেষ অতিথির বক্তব্য রাখেন,ইউআরসি ইন্সট্রাক্টর রবিউল ইসলাম,সোহেল মিয়া,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার (এটিও) আসাদুজ্জামান দোলন, মাহমাদুল হাসান, ফিরোজ কবির প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সালমা আক্তার, সাধন চন্দ্র সরকার।

এর আগে অবসরপ্রাপ্ত পলাশবাড়ী উপজেলা শিক্ষা অফিসার বেল্লাল হোসেন এর বিদায় উপলক্ষ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার পক্ষ থেকে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন ফুলেল শুভেচ্ছা জানান এবং এসময় তাকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পলাশবাড়ী,শিক্ষা অফিসার,বিদায়
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close